Art Competition শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস ও সৃজনশীলতার ঝলক : দেখুন ভিডিও

0
13
পৌষালী কর দেশের সময়

নবীন শিল্পীদের প্রতিভা তুলে ধরতে রবিবার কলকাতায় অনুষ্ঠিত হল এক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে সারা বাংলা থেকে আসা বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেল। শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে কলকাতার প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক পুজা কমিটির এই উদ্যোগ। প্রতিযোগিতায়, সারা বাংলা থেকে, ৫ থেকে ১৬ বছর বয়সী, প্রায় ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করে, যারা রঙ তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে তাদের কল্পনার জগৎ।

কমিটির সাধারণ সম্পাদক অতনু রায় বলেন, “এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রতিভার বিকাশ ঘটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের শিল্পী ও তাদের কল্পনাশক্তি সত্যিই প্রশংসনীয় এবং সেই জন্যই প্রতি বছর তারা এই উদ্যোগ নিয়ে থাকেন।” তিনি আরও জানান যে এ বছর এই প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হলো “যেমন খুশি আঁকো”, “প্রকৃতি ও পরিবেশ”, “গাছ লাগান, প্রাণ বাঁচান”, ও “উৎসবের কলকাতা”। দেখুন ভিডিও

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত মলহার ঘোষ, সিদ্ধার্থ রায় সরকার, মলয় দাস, প্রত্যুষা মুখার্জী ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তি, যাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ীরা পেয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায়।

অংশগ্রহণকারী শিশু ও অভিভাবকদের মাঝে ছিল উৎসাহ ও উদ্দীপনা। অভিভাবকদের জিজ্ঞেস করলে তাঁরা বলেন, “আমাদের সন্তান এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ আনন্দ পেয়েছে এবং নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছে।”

প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক পুজা কমিটি থেকে জানানো হয় যে, আগামী বছর এই প্রতিযোগিতাকে তারা আরও বৃহৎ পরিসরে আয়োজন করবেন, যাতে আরো বেশি প্রতিভাবান শিল্পী এতে অংশ নিতে পারেন এবং তাদের শিল্পীসত্তার বিকাশ অব্যাহত থাকে।

Previous articleFire at Kumbh Melaকুম্ভমেলায় ছড়াল আগুন! ফাটছে গ্যাসের সিলিন্ডার, পুড়তে শুরু করেছে একের পর এক তাঁবু, ব্যস্ত দমকল ,উদ্ধার কাজে নেমেছে ভারত সেবাশ্রম সংঘ : দেখুন ভিডিও
Next articleSanjay Roy Punishment  সঞ্জয়ের সাজা ঘোষণা আজ, আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সিভিক এখন শিয়ালদহ কোর্ট লকআপে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here