Anwesshaa Datta Gupta মিউজিক্যাল ছবির নায়িকা , গায়িকা অন্বেষা

0
43
সঙ্গীতা চৌধুরী, দেশের সময়
কলকাতা : সঙ্গীত শিল্পী অন্বেষা এবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। ছবির নাম ‘ হামসাজ দ্য মিউজিক্যাল’। হলিউডের সিন্ডারেলা, সাউন্ড অব মিউজিক ঘরানার মতো এটিও একটি মিউজিক্যাল ছবি। সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় ছবিটি হিন্দীতে তৈরি করেছেন। যদিও ছবির সঙ্গে বাংলার একটা যোগ আছে। ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে উত্তরবঙ্গে এবং কলকাতায়।

এই মিউজিক্যাল ছবিটির এগারটি গানের মধ্যে নটি গানই অন্বেষার লেখা। তাছাড়া তিনি ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও করেছেন। ছবিটিতে অন্বেষা ছাড়া শান এবং অভয় যোধপুরকর-এর গানও শোনা যাবে। এই ছবিতে অন্বেষার সঙ্গেই জুটি বেঁধেছেন মহম্মদ ইকবাল। নায়কেরও এটা ডেবিউ ফিল্ম। ‘এই ছবির ইন্টারেস্টিং দিক হলো এখানে কোন প্লে ব্যাকের কনসেপ্ট নেই। তবে ছবির হিরোর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা ছিল। কারণ মহম্মদ ইকবাল একজন মডেল। এই ছবিতে অনেক নতুন ভয়েস শুনতে পাবেন দর্শকরা’ ছবির নায়িকা ও গায়িকা জানান। 

ছবিতে অন্বেষার সহ শিল্পীদের বেশিরভাগই সঙ্গীত শিল্পী। তাঁরা অভিনয়ের সঙ্গে সঙ্গে এখানে গানও গেয়েছেন। অন্বেষার কথায়, ‘ আগে একসময় অনেকেই অভিনয়ের পাশাপাশি নিজেরাই গান গাইতেন। যেমন- কানন দেবী, সুরাইয়াজী, লতাজীও শুরুর দিকে ছোটখাট অভিনয় করেছিলেন। এই সিনেমাতেও তেমন একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে। ভারতীয় দর্শকরা এই ছবিতে একটা ভিন্ন ফ্লেভার পাবেন।’ এখানে অন্বেষাকে শুধু গান গাইতেই দেখা যাবে না, তিনি রোম্যান্টিক মুডেও ধরা দেবেন। বায়োফিন প্রোডাকশন ছবিটি তৈরি করেছে। 

ছবির শুটিং ২০২৪ – এ অনেকটা সময় জুড়ে হয়। আসলে অন্বেষা নিজের বিভিন্ন শো- এর ফাঁকে ফাঁকে সময় বার করে কাজটা করেন। ছবির গল্প অনুযায়ী জোয়া, নিশা আর খনক- এই তিন বন্ধু ডুয়ার্সে ঘুরতে যায়। খনকের চরিত্রে অন্বেষাকে দেখা যাবে। বন্ধুদের চরিত্রে রয়েছেন ধ্রুপদী ও প্রকৃতি। এই দুই অভিনেত্রীরও এটা প্রথম কাজ। ডুয়ার্সের জঙ্গলে গিয়ে কাহিনী অন্যদিকে মোড় নেয়। কাহিনীর আলাদা অনেকগুলো দিক রয়েছে।’ ছবির বিষয় আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে। আমাকে যে মাধ্যমে মানুষ চেনে বা ভালোবাসে তা হলো গান। আর মিউজিকের সঙ্গে  কাহিনীর গভীর সম্পর্ক রয়েছে, তাই এর থেকে ভালো ডেবিউ অভিনয় আমার জন্য আর হতে পারতো না ‘ আত্মবিশ্বাসী গায়িকা জানান। ছবিটি ফেব্রুয়ারি নাগাদ হলে আসবে। তারপর ওটিটি রিলিজ হবে।ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অশোক সিংহ।

Previous articleRG Kar Case Verdict আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তিতে ছিঁড়ে যেতে পারত, আমি নির্দোষ ,রায় শুনে আদালতে চিৎকার সঞ্জয়ের
Next articleJyotipriya Mallick জামিন পেতেই হাবড়ার উন্নয়ন নিয়ে খোঁজ, উজ্জীবিত ‘বালু’র অনুগামীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here