Anubrata Mondal: অন্য রাজ্যে নিয়ে যেতে চায় সিবিআই,কেষ্ট বললেন, ‘বললেই হয়ে যাবে নাকি’? আদালতে পেশের আগে আত্মবিশ্বাসী অনুব্রত !

0
972

দেশের সময় ওয়েবডেস্কঃ এতদিন সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁকে দেখে মনে হত বিধ্বস্ত, অসুস্থ৷ কিন্তু বুধবার সকালে হঠাৎই যেন বদলে গেল অনুব্রত মণ্ডলের শরীরী ভাষা৷

এ দিন সকালে আসানসোল আদালতে নিয়ে যাওয়ার জন্য নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে অনুব্রত মণ্ডলকে বের করা হয়৷ তখনই প্রবল আত্মবিশ্বাসী লাগে গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতাকে৷ সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নের উত্তরও দেন তিনি৷ একই সঙ্গে দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা ঝরে পড়েছে তাঁর গলায়৷ গাড়িতে বসে অনুব্রত বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, অনেক করেছে!’

আজই অনুব্রত মণ্ডলের ১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে৷ সূত্রের খবর, অনুব্রতকে জেল হেফাজতে পাঠিয়ে জেরা করার জন্য আজ আদালতের কাছে আবেদন করতে চলেছে সিবিআই৷ তবে আদালতে পেশ করার আগে অনুব্রতর এই হঠাৎ আত্মবিশ্বাস বৃদ্ধি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ শুধু আত্মবিশ্বাসী নয়, এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত নিজেই জানিয়ছেন, তাঁর শরীর ভাল আছে৷ এর আগে সিবিআই হেফাজতে থাকাকালীন সংবাদমাধ্যম এবং আদালতের বিচারককেও অনুব্রত জানিয়েছিলেন, তিনি অসুস্থ৷

সবমিলিয়ে এ দিন পুরনো মেজাজেই পাওয়া গিয়েছে বীরভূমের কেষ্টকে৷ তিনি জামিনের আশা করছেন কি না প্রশ্ন করায় অনুব্রত বলেন, ‘সেটা তো কোর্ট বলবে৷’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালীর মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে বিচার করা হোক৷ এই প্রশ্নেরও জবাব দিয়েছেন অনুব্রত৷ আত্মবিশ্বাসী অনুব্রত পাল্টা প্রশ্ন করেন, ‘এটা নিয়মে আছে নাকি, বললেই হয়ে গেল?’

গতকালই অনুব্রত মণ্ডলের নাম করে সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে৷ এ দিন সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন অনু্ব্রত৷ কারা তাঁর নাম করে বিচারককে এই চিঠি বিচারককে পাঠালো, তা খুঁজে বের করতে নিজেই সিবিআিই তদন্ত চেয়েছেন অনুব্রত মণ্ডল৷

শুধু নিজাম প্যালেস থেকে বেরনোর সময় নয়, আসানসোলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় যানজটে আটকে যায় সিবিআই-এর গাড়ি৷ তখনও সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে রীতিমতো হাসিমুখে সুর করে অনুব্রত বলেন, ‘শরীর আগের থেকে অনেক ভাল৷’ তিনি আরও বলেন, ‘আমি বিচারককে জোড় হাত করে বলব কারা চিঠি দিল তা খুঁজে বের করতে সিবিআই তদন্তের নির্দেশ দিন৷’

গত কয়েকদিনে অনুব্রত মণ্ডলের চাল কলে হানা দিয়েছে সিবিআই৷ তাঁর বিপুল সম্পত্তির খোঁজও সিবিআই গোয়েন্দারা পেয়েছেন বলে সূত্রের খবর৷ সেই সমস্ত তথ্য প্রমাণ আজ আদালতে পেশ করার কথা সিবিআই-এর৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গরু পাচারের টাকা থেকেই অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি বৃদ্ধি হয়েছে৷ সবমিলিয়ে অনুব্রতর চাপ আরও বেড়েছে৷ অথচ এ দিন অনুব্রতর শরীরী ভাষা অন্য কথা বলছে৷ অনুুব্রতর এই হঠাৎ আত্মবিশ্বাস বৃদ্ধি রহস্য এবং জল্পনা, দুইই বাড়িয়েছে৷

Previous articleWeather Update: আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টি
Next articleBagdaNews:বাগদায় ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here