দেশের সময় ওয়েবডেস্কঃ গত সপ্তাহে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন।
এর পর আজও তাঁকে জেরার জন্য তলব করেছিল সিবিআই। কিন্তু আজ, মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে যাচ্ছেন না অনুব্রত মণ্ডল। আইনজীবী মারফত আবেদন করতে চলেছেন তৃণমূল নেতা। তবে এখনও সেই আবেদন সিবিআই কর্তাদের হাতে পৌঁছয়নি। কিন্তু কেন?
জানা গিয়েছে শারীরিক অসুস্থতাই কারণ। আগের দিন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েই চলে গিয়েছিলেন এসএসকেএম–এ। সেখানে আউটডোরে চিকিৎসা হয় তাঁর। চিকিৎসকদের পরামর্শেই আজ হাজিরা থেকে দূরে থাকছেন বলে খবর। এদিন সিবিআই–কে চিঠি দিয়ে জানানো হবে, ‘শারীরিকভাবে অসুস্থ অনুব্রত মণ্ডল। আগের দিন হাজিরা দিয়েই তিনি চলে গিয়েছিলেন এসএসকেএমে।সেখানে আউটডোরে চিকিৎসা হয় তাঁর। চিকিৎসকদের পরামর্শেই আজ হাজিরা থেকে দূরে থাকছেন বলে খবর।
এদিন সিবিআই–কে চিঠি দিয়ে জানানো হবে, ‘শারীরিকভাবে অসুস্থ অনুব্রত মণ্ডল। আগের দিন হাজিরা দিয়েই তিনি চলে গিয়েছিলেন এসএসকেএমে। সেখানে তাঁকে ১৫ দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।’ ১৫ দিন পর তিনি যোগাযোগ করবেন সিবিআই অফিসে। তবে তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস দেবেন বীরভূমের তৃণমূল সভাপতি বলে জানা গিয়েছে।
গরু পাচার কাণ্ড এবং পরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রতকে জেরার জন্য তলব করে সিবিআই। বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার।
পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। সেই কাণ্ডেও অনুব্রতকে জেরা করতে চায় সিবিআই।
এপ্রিলে তিনি চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই দপ্তরে যাওয়ার পথে এসএসকেএম যান। তার পর সেখানে ভর্তি হন। অবশেষে গত বৃহস্পতিবার সিবিআই দপ্তরে হাজিরা দেন অনুব্রত। সেখানে তাঁকে সাড়ে তিন ঘণ্টা জেরা করেন আধিকারিকরা। এর পরেই চলে যান ফের এসএসকেএম।