অর্পিতা বনিক,পেট্রাপোল: আগামী মঙ্গলবার 9মে পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রশাসন সূত্রের খবর৷
অমিত শাহের পেট্রাপোল সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ২০২৪ সালের লোকসভা ভোট আসতে আর বেশি দেরি নেই। আর প্রতিবার লোকসভা ভোটের আগে বিজেপি একটা করে ইস্যু তৈরি করে। সেই ইস্যুকে সামনে রেখেই ভোট বৈতরণী পার হতে চায়। ধর্মের ভিত্তিতে ভোট, বাংলার মানুষ মেনে নেবে না। তা হলে কি বঙ্গে এনআরসি ও সিএএ ইস্যুকেই সামনে রেখে আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটে লড়াই করবে বিজেপি?
এনিয়ে জল্পনা শুরু হতেই সীমান্তপারের মানুষ জন চরম উদ্বেগে পড়েছেন। বিশেষ করে যাঁরা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে কিংবা অন্য নানা কারণে এপারে চলে এসেছেন এবং এখানে দীর্ঘদিন ধরে বাস করছেন, ফের রাতের ঘুম উধাও হওয়ার জোগাড় হয়েছে তাঁদের। ওইসব মানুষজনের বক্তব্য, নাগরিকত্ব পাওয়ার মাপকাঠি কী হবে, সেটাই তাঁরা বুঝতে পারছেন না। সরকার যে মাপকাঠি নির্ধারণ করে দেবে, সেইমতো নথি পেশ করতে না পারলে, তাঁদের কি ঘর ছেড়ে ডিটেনশন ক্যাম্পে গিয়ে আশ্রয় নিতে হবে? এভাবে দুশ্চিন্তা মাথায় নিয়ে তাঁরা আর সুস্থ জীবন যাপন করতে পারছেন না বলে জানিয়েছেন অনেকেই ৷দেখুন ভিডিও
এখন দেখার এবারের বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্র মন্ত্রী পেট্রাপোল সীমান্তের বাসিন্দাদের সামনে এনআরসি ও সিএএ ইস্যুকে তুলে ধরেন কিনা ! তারই অপেক্ষায় সীমান্ত পাড়ের বাসিন্দারা৷
প্রশাসন সূত্রে জানা গেছে,স্বরাষ্ট্র মন্ত্রী পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসবেন বলে চলছে।জোড় প্রস্তুতি । সূত্রের খবর, পেট্রাপোল থানার নতুন ভবনও এদিন উদ্বোধন করার কথা রয়েছে তাঁর৷