Amit Shah : শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, দাবি অমিত শাহের

0
785

দেশের সময় ওয়েবডেস্কঃ খুব তাড়াতাড়ি পরিবারতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে বাংলা ৷ রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। রবিবার হায়দরাবাদে হওয়া দু’দিনের জাতীয় কর্মসিমিতির বৈঠকে নেওয়া রাজনৈতিক প্রস্তাবে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ছিল বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিন। আর সেখানেই অমিত শাহের বক্তব্যের মধ্যে বারবার উঠে আসে বাংলার প্রসঙ্গ।

সেই সঙ্গে আরও তিন রাজ্য দখলের কথাও বলেন শাহ। তিনি জানিয়েছেন কেরল, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় ক্ষমতা দখলও বিজেপির লক্ষ্য। পশ্চিমবঙ্গে পরিবারতন্ত্র চলছে বলেও এদিন অভিযোগ করেন শাহ। 

সূত্রের খবর এদিনের বৈঠকে প্রস্তাব পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “খুব শীঘ্রই বাংলা এবং তেলঙ্গানা পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে। সেখানে বিজেপি জয়ী হবে।” তাঁর ভাষণের শুরু থেকেই কংগ্রেসকে নিশানা করেন অমিত শাহ। কংগ্রেসের মতো পরিবারতান্ত্রিক দলগুলিকেও নিশানা করেন তিনি। আর সে প্রসঙ্গে প্রথমেই তোলেন তৃণমূল কংগ্রেসের নাম।

জানা গিয়েছে, এদিনের বৈঠকে আমিত শাহ বলেন, “কংগ্রেস-সহ বেশিরভাগ বিরোধী দল পরিবারতান্ত্রিক, নীতিহীন, দুর্নীতিগ্রস্ত, সুবিধাবাদী রাজনীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আগে ভোট পরিবারতন্ত্র এবং তুষ্টিকরণের ভিত্তিতে হত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই অবস্থা থেকে মুক্তি মিলেছে। বর্তমানে নির্বাচন পলিটিক্স অফ পারফরম্যান্স এবং উন্নয়নের উপর ভিত্তি করে হয়।” জানা গিয়েছে, অমিত শাহ এদিন দাবি করেছেন, বাংলা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওডিশাতে বিজেপি-র সরকার তৈরি হবে।

প্রসঙ্গত, বিজেপি একুশে বাংলা দখলের লক্ষ্যমাত্রা স্থির করেছিল। ফের বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলা নিয়ে বিশেষ অবস্থানও নিয়েছে পদ্মশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।

পশ্চিমবঙ্গে পরিবারতন্ত্র চলছে বলেও অভিযোগ করেন শাহ। এর জবাব দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ২০২০ সাল, ২০২১ সালে বাংলার নিত্যযাত্রী হয়ে যাওয়ার সময়েও এ সব বলেছিলেন। পরিবারতন্ত্রের কথা বিজেপির মুখে আর মানায় না ৷

Previous articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার
Next articleCovid Update: দেশে আরও বাড়ল করোনা সংক্রমণের হার, একদিনে মৃত ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here