Amarnath Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে লণ্ডভণ্ড অমরনাথ!১৫ হাজার পূণ্যার্থী উদ্ধার, মৃত ১৫, নিখোঁজ এখনও অন্তত ৪০

0
537

অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ১৫, নিখোঁজ অন্তত ৪০, জোরকদমে চলছে উদ্ধারকাজ !

দেশের সময় ওয়েবডেস্কঃ মেঘভাঙা বৃষ্টিতে লণ্ডভণ্ড অমরনাথ। শুক্রবার জম্মু ও কাশ্মীরে অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যায় সবকিছু। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় অমরনাথে মৃতের সংখ্যা বাড়ছে।

পুলিশ সূত্রের খবর এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। খোঁজ মিলছে না অন্তত ৪০ জনের। উদ্ধারকাজে হাত লাগিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ, সেনা এবং ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনীর জওয়ানরা।

হেলিকপ্টারে করে উদ্ধারের কাজ চলছে। সারা রাত ধরে উদ্ধার কার্য চলেছে। প্রাণ নিয়ে সোনমার্গে ফিরেছেন বহু পুণ্যার্থী। হাসপাতালে উপচে পড়া ভিড়। জরুরি পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত অফিসারদের মোবাইল ফোন অন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায় প্রবল বৃষ্টি হয় । ক্ষণিকের এই বৃষ্টিতে ভেসে গিয়েছে ২৫টি পুণ্যার্থী শিবির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই অমরনাথ গুহার মাথা এবং চার পাশ থেকে বাঁধ-ভাঙা জলের স্রোত ঢুকতে থাকে। জলের তোড়ে ভেসে যায় পুণ্যার্থীদের শিবির এবং লঙ্গর।

পূণ্যার্থীদের উদ্ধারের জন্য আগেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জম্মু–কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ শুরু করেছিল। ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনী হেলিকপ্টার নিয়ে হাজির হয় এলাকায়। এরপর পূণ্যার্থীদের দ্রুত উদ্ধারের জন্য ছ’টি দল নামিয়েছে ভারতীয় সেনা। নামানো হয়েছে হেলিকপ্টার।  উদ্ধার হওয়া পূণ্যার্থীদের হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।  এখনও সেখানে বৃষ্টি চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনী।

খারাপ আবহাওয়ার কারণে এই সপ্তাহের শুরুতেই অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কোভিড মহামারীর কারণে স্থগিত থাকার ২ বছর পর এই বছরের ৩০ জুন তীর্থযাত্রা শুরু হয়েছিল। এখনও অবধি ৭২,০০০ এরও বেশি তীর্থযাত্রী অমরনাথের গুহা পরিদর্শন করেছেন । এই যাত্রা শেষ হওয়ার কথা, ১১ অগস্ট রাখিবন্ধনের দিন। কিন্তু তার আগেই এমন ভয়াবহ ঘটান ঘটে গেল।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পরই তিনি জম্মু ও কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর মনোজ যোশীর সঙ্গে যোগাযোগ করেন।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Previous articleNarendra Modi on Shinzo Abe Shooting: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালনের ঘোষণা মেদীর
Next articleCovid Update:বাড়ছে কোভিড মৃত্যু, দৈনিক সংক্রমণে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here