Aishwarya Rai’s Signature Look ৫০ বছর বয়সেও প্যারিস ফ্যাশন উইকে লাল রঙের লিপস্টিকে মোহময়ী ঐশ্বর্যা : দেখুন ভিডিও

0
268
দীপ্তমা নন্দী , দেশের সময়

ঐশ্বরিয়া রাই সম্প্রতি প্যারিস ফ্যাশন সপ্তাহে মন জয় করেছেন , যেখানে তাকে বেশ কয়েকটি অত্যাশ্চর্য চেহারায় দেখা গেছে, যার মধ্যে একটি ছিল লম্বা ট্রেনের সাথে রক্তের লাল গাউন। ঐশ্বরিয়া র‌্যাম্পে হেঁটেছেন, তার পোশাকে অত্যাশ্চর্য দেখাচ্ছে, তার লাল ঠোঁট, ঢেউ খেলানো চুল এবং শিশিরভেজা মেকআপের পরিপূরক ।

অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে যে, প্রাথমিকভাবে পোশাকের ট্রেনটি তার সাথে সংযুক্ত ছিল, যে ব্র্যান্ডের লোগোটি তিনি অনুমোদন করছেন।

যাইহোক, অ্যাশ হাঁটতে শুরু করার সাথে সাথেই মনে হয়েছিল ট্রেনটি কেটে গেছে। যাইহোক, অ্যাশ মঞ্চের মালিকানা অব্যাহত রেখেছিল, অবশেষে তার ফেরার পথে ট্রেনটি ক্লিপ করে। একবার দেখে নিন…ভিডিও টি

পোশাক যেমনই হোক তার সঙ্গে গাঢ় লাল লিপস্টিকের ছোঁয়া থাকবেই প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাইয়ের ঠোঁটে। অ্যাওয়ার্ড শো হোক কিংবা রেড কার্পেট, মানানসই সাজের সঙ্গে গাঢ় লাল লিপস্টিক ছাড়া তাঁর লুক যেন অসম্পূর্ণ। এক কথাই বলাই যায় এটি ঐশ্বর্যার ‘সিগনেচার লুক’। 

বয়স যেন তাঁর কাছে শুধুই সংখ্যা মাত্র, সে প্রমাণ একাধিকবার দিয়েছেন ঐশ্বর্যা। প্যারিস ফ্যাশন উইকে তাঁকে দেখে নেটিজেনদের একটাই মন্তব্য। 

দেখতে যেন লাগছে একেবারে ‘লালপরী’র মতো। লাল পোশাক থেকে লাল লিপস্টিক, মনোমুগ্ধকর সাজে প্যারিস ফ্যাশন গালায় প্রাক্তন বিশ্বসুন্দরী আরও একবার প্রমান করেছেন তিনি ‘কুইন অফ ব়্যাম্পস’।

৫০ বছর বয়সে ফ্যাশনের মঞ্চে যখন পা রাখলেন, তখন তাঁর থেকে চোখ সরানো ছিল দুষ্কর। বেলুন-হেম লাল রঙের পোশাকের সঙ্গে তাঁর ঠোঁটে গাঢ় লাল রঙের ছোঁয়া। 

লাল পোশাক বলেই নয়, ডেনিম লুকের সঙ্গেও তাঁকে দেখা যায় লাল টুকটুকে লিপস্টিকে। উইংড আইলাইনার এবং লাল লিপস্টিক-শাড়ি, বেশিরভাগ অনুষ্ঠানেই অ্যাশকে এই লুকে দেখতে পাওয়া যায়। 

ট্রেন্ড শুরু করেছিলেন ঐশ্বর্যা। তবে আটের দশকের রেখা থেকে এ যুগের কিয়ারা, অনেকেই বর্তমানে এই ট্রেন্ডে মেতেছেন। তাঁরাও টিপ্‌স দিচ্ছেন লাল রঙে ঠোঁট রাঙিয়ে নেওয়ার।

কনফিডেন্সের সঙ্গে এলিগ্যান্ট লুকে লরিয়াল প্য়ারিসের হয়ে প্রতিনিধিত্ব করেন ঐশ্বর্যা। জমকালো সোনালি শাড়ি বা আনারকলি, সবেতেই লাল রঙের লিপস্টিকে তাঁকে লাগে মোহময়ী।

Previous articleBeauty contest সৌন্দর্য প্রতিযোগিতায় রানওয়েতে থাকছেন অ্যাসিড আক্রান্তরাও 
Next articleTiljala Case Verdict ‘বিরলতম ঘটনা’ তিলজলায় শিশু ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা করল আলিপুর আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here