Air India-Airbus deal: ঐতিহাসিক চুক্তি: ফ্রান্স থেকে ২৫০টি এয়ারবাস কিনছে টাটার এয়ার ইন্ডিয়া

0
758

দেশের সময় ওয়েবডেস্কঃ ঐতিহাসিক চুক্তি করল এয়ার ইন্ডিয়া। ১৪ ফেব্রুয়ারি ফ্রান্সের এয়ারবাসের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিতে সই করেছে টাটা গোষ্ঠী পরিচালিত এয়ার ইন্ডিয়া ৷ ফ্রান্স থেকে ২৫০টি এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা একদিকে যেমন ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে, অন্যদিকে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে বলে রতন টাটার সংস্থার দাবি।

গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে ভার্চুয়াল বৈঠক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুই রাষ্ট্রনেতা আলোচনার পরেই চুক্তিতে সই হয়। তাছাড়া সেই বৈঠকে ছিলেন এয়ারবাসের সিইও গিয়োম ফওরি, টাটা গোষ্ঠীর চেয়ারপার্সন রতন টাটা, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ জানিয়েছেন, এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক চুক্তি । সরকারি সূত্রে জানা গেছে, এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট কিনবে এয়ার ইন্ডিয়া।

বর্তমানে বেঙ্গালুরুতে অ্যারো  ইন্ডিয়া ২০২৩ প্রদর্শনী চলছে। এর মধ্যেই ভারত-ফ্রান্স এত বড় চুক্তি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, এই চুক্তি ভারতের ইতিহাসে একটি মাইলফলক। এটি ভারত ও ফ্রান্সের বন্ধুত্বের প্রতিফলন। এর পাশাপাশি ভারতের বিমান চালনা ক্ষেত্রের সাফল্যেরও ইঙ্গিতবাহী। প্রধানমন্ত্রী জানিয়েছেন,  অসামরিক বিমান পরিবহণ ভারতের বিকাশের অবিচ্ছেদ্য অংশ।

গত ৮ বছরে ভারতের মোট বিমানের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৪৭ হয়েছে। সরকারের ‘উড়ান’ প্রকল্পে প্রান্তিক এলাকাগুলিকে বিমান-যোগে জুড়ছে। অদূর ভবিষ্যতে অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হতে চলেছে। এর জন্য আগামী ১৫ বছরে দু’হাজারের বেশি বিমান লাগবে। এই বাড়তি চাহিদা পূরণে সহায়ক হবে এই চুক্তি। পাশাপাশি ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককেও আরও মজবুত করবে।

Previous articleNawsad Siddique: নওশাদ সিদ্দিকি সহ অন্যান্যদের মুক্তির দাবিতে রাস্তায় নামল বাম – আইএসএফ সহ ১৮ সংগঠন
Next articleWeather Update: বিদায় নিচ্ছে শীত!আগামিকাল থেকে চড়বে তাপমাত্রার পারদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here