দেশের সময় ওয়েবডেস্কঃ দু’বার ক্যানসারকে হারিয়েছেন।বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা ছিল তাঁর।সেই কারণেই শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেলেন ঐন্দ্রিলা শর্মা।

গত ২০ দিনে প্রথমে ব্রেন স্ট্রোক, তারপর ভেন্টিলেশনেই হার্ট অ্যাটাক। এতকিছুর পরেও বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা! শেষ পর্যন্ত লড়াই শেষ। থামল তাঁর হৃদস্পন্দন। না ফেরার দেশে পাড়ি দিলেন ঐন্দ্রিলা। 

রবিবার তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া বাংলাজুড়ে। ঐন্দ্রিলার মৃত্যুর পর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে ঐন্দ্রিলা শর্মা যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর ট্রাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

এদিন মমতার শোকবার্তায় লেখেন, ‘প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ‘ঝুমুর’, ‘মহাপীঠ’ ‘তারাপীঠ’, ‘জীবনজ্যোতি’, ‘জীবনকথা’, ‘জিয়নকাঠি’…ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এ বছর ‘অসাধারণ প্রত্যাবর্তন’ বিভাগে টেলিসম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে।’

মমতা আরও লিখেছেন, ‘মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যে ভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর ট্রাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

হাসপাতালের শয্যায় শুয়ে যখন অভিনেত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তখন থেকেই টলিউডের তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই মিরাকেলের আশায় প্রার্থনায় মগ্ন ছিলেন। সেই প্রার্থনা ব্যর্থ হল অবশেষে! রূপকথার গল্পের মতো এবার আর ফিরে এলেন না ঐন্দ্রিলা।

টুইট করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লিখেছেন, ‘ভাল থেকো ঐন্দ্রিলা… তোমার ইচ্ছেশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক…’  রাজনীতিক মদন মিত্র লিখেছেন, ‘বেদনাময়। বিদায় ঐন্দ্রিলা। তোমার যুদ্ধ চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ তুমি নেই, তবে রয়ে যাবে তোমার কাজের মাধ্যমে, আমাদের মধ্যে।’

ঐন্দ্রিলার উদ্দেশে পরিচালক-রাজনীতিক রাজ চক্রবর্তী লিখেছেন, ‘মেনে নিতে পারছি না৷ যেখানেই থাকিস, ভাল থাকিস৷ তোকে এবং তোর কাজ-কে আমরা সবাই মিস করব।’  অভিনেত্রী অপরাজিতা আঢ্য, জয়জিৎ মুখার্জি, রচনা ব্যানার্জি, শ্রীতমা ভট্টাচার্যরা শোকপ্রকাশ করেছেন। শুধুমাত্র টলিউডের তারকারাই নন। বহরমপুরে ঐন্দ্রিলার প্রতিবেশী থেকে অসংখ্য অনুরাগীরাও কান্নায় ভেঙে পড়েছেন আজ ৷

আজ, রবিবার, দুপুর ১টা নাগাদ প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর ব্রেনস্ট্রোক নিয়ে তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। এর পরে বারবার হার্ট অ্যাটাক হতে থাকে তাঁর। শেষমেশ ফুরিয়ে গেল সব লড়াই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here