দেশের সময় ওয়েবডেস্কঃ আবারও বিস্ফোরণ আফগানিস্তানের একাধিক এলাকায়। প্রার্থনার সময়েই কেঁপে উঠল কাবুলের একটি মসজিদ। উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফের কাছে পর পর তিনটি মিনিবাসে বিস্ফোরণ হয়। আফগান সরকার জানিয়েছে, মোট চারটি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে। আহত বহু।

উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশের কম্য়ান্ডার মহম্মদ আসিফ ওয়াজেরি বলচেন, কাবুলের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্য়ু হয়েছে। হাসপাতালে পাঁচ জনের দেহ নিয়ে আসা হয়। বহু মানুষ আহত। মাজার ই শরিফে তিনটি বাসেও বিস্ফোরণ হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

এক তালিবান আধিকারিক জানিয়েছেন, প্রার্থনার সময়েই বিস্ফোরণ ঘটে মসজিদে। মনে করা হচ্ছে মসজিদের ভেতরেই বিস্ফোরক রাখা ছিল। ১৫ জনের বেশি গুরুতর জখম হয়েছে।

হামলার দায় এখনও অবধি কেউই স্বীকার করেনি। তালিবানরা আফগানিস্তান দখল করার পরে শিয়া সম্প্রদায়ের ওপরে একাধিকবার হামলা চালিয়েছে আইসিস খোরাসান। এই হামলার পেছনেও তাদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগেই উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরের সুন্নি মসজিদে বিস্ফোরণে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তালিবান শাসিত আফগানিস্তানে মাজার-ই-শরিফের দুটি মসজিদে বিস্ফোরণে হয়। তাতেও কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর মিলেছিল। বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইসিস গোষ্ঠী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here