Adenovirus : হাবরায় অজানা জ্বরে একরত্তির মৃত্যু!

0
305

দেশের সময় , হাবরা: অজানা জ্বরে এ বার মৃত্যু হলো হাবড়ার একরত্তির। বছর তিনের মৃত ওই শিশুর নাম কুশন কর্মকার। বাড়ি হাবড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তিন নম্বর রেল কলোনি এলাকায়। রবিবার সকালে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

গত চার পাঁচদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল কুশন। স্থানীয় এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু জ্বর কমছিল না। শনিবার রাতে ওই কুশন হঠাৎই রক্তবমি শুরু করে। তড়িঘড়ি রাতেই কুশনকে তার বাড়ির লোক হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কিন্তু অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় কলকাতা ফুলবাগানের কাছে শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। পরিবারের কথায়, শিশু হাসপাতালে শয্যা খালি না থাকায় সেখানকারই একটি বেসরকারি হাসপাতালে
ওই শিশুকে ভর্তি করা হয়। রাতে তাকে দু’বোতল রক্তও দেওয়া হয়। কিন্তু তাতেও অবস্থার বিশেষ উন্নতি হয়নি।

রবিবার সকালে বেসরকারি ওই হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছতেই পরিবার ও পড়শিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কান্নার রোল পড়ে যায় এলাকায়। তবে ওই শিশুর চার পাঁচ দিন ধরে টানা জ্বর থাকা সত্ত্বেও নিকটবর্তী কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে না নিয়ে গিয়ে কেন তাকে বাড়িতে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

চিকিৎসকদের একাংশ পরিবারের সদস্যদের সচেতনতার অভাবকেই দায়ী করছেন। যা নিয়ে অবশ্য এখন আফসোস করছেন পরিবার থেকে পড়শিরা।

Previous articleAdenovirus : জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট, অ্যাডেনোভাইরাস ভয় ধরাচ্ছে রাজ্যজুড়ে,কলকাতার হাসপাতালে মৃত্যু ২ শিশুর
Next articleWeather Update : চড়া রোদে ফাল্গুনেই বাড়ছে অস্বস্তি,মার্চের শুরুতেই রেকর্ড গরমের পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here