Accident: ‌‌বাঁকুড়ায় ভয়ানক দুর্ঘটনা, গাড়িতে ধাক্কা ডাম্পারের,‌ মৃত অন্তত ৪

0
554

দেশের সময় ওয়েবডেস্ক : লরিতে যান্ত্রিক কিছু গোলোযোগ দেখা দিয়েছিল। রাস্তার ধারে লরিটিকে দাঁড় করিয়ে মেরামতি করছিলেন চালক ও খালাসি। সে সময়েই উল্টো দিক থেকে সজোরে একটা বালি বোঝাই ডাম্পার এসে ধাক্কা মারে। একেবারের ডাম্পারের নীচে ঢুকে যান দু’জন। বাকি দু’জনের শরীর আটকে যায় লরিতেই। একটি লরির সঙ্গে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে চার জনের।

বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার কোতুলপুরের রায়বাঘিনী মোড়ে।গরু বোঝাই গাড়িতে ডাম্পারের ধাক্কায় মৃত ৪। গুরুতর জখম অন্তত ৩ জন। মৃত্যু হয়েছে ১৩ টি গরুর। কারণ ওই লরিটিতে গরু বোঝাই করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।

বুধবার সকালে বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল গরু ভর্তি একটি গাড়ি। আচমকা কোতুলপুর থানার রায়বাঘিনী মোড়ে ওই গাড়ির একটি চাকা ফেটে যায়। এরপর সেটিকে রাস্তার এক পাশে রেখে চাকা পাল্টানোর কাজ চলছিল।

তখনই আরামবাগমুখী একটি ডাম্পার দ্রুত গতিতে এসে পিছন থেকে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে ধাক্কা দেয়। ব্যাপক ক্ষতি হয় দুটি গাড়ির। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে যান।

উদ্ধারকাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পারের ৩ জন ও গরু বোঝাই লরির খালাসির। গুরুতর জখম হন আরও ৩ জন। মারা যায় ১৩ টি গরু। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোতুলপুরের একটি হাসপাতালে।

সেখান থেকে তাঁদের আরামবাগে রেফার করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে কলকাতায়। পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিতে ধাক্কা মারে ডাম্পারটি। ডাম্পারটির যান্ত্রিক ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। 

Previous articleRathyatra: অতিমারি আবহ কাটিয়ে আবার স্বমহিমায় কোলাঘাট রাধামাধব মন্দিরে রথ, ধুমধাম করে হল স্নানযাত্রা
Next articleMonsoon:অবশেষে বর্ষা এল, স্বস্তির বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ! দিনক্ষণ স্পষ্ট করল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here