Abhishek Banerjee in Supreme Court: সিব্বল এদিন বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একজন সাংসদ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আগামী ১ জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট।”
দেশের সময় ওয়েবডেস্কঃ ভোট মরশুমে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।কয়লা কেলেঙ্কারিতে আপাতত স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কয়লা কেলেঙ্কারি মামলায় ইডির বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই সাময়িক রক্ষাকবচ পেলেন তিনি। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ১০ জুলাই পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।
কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় দু’জনকেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু ইডির সেই পদক্ষেপের বিরুদ্ধে সস্ত্রীক সুপ্রিম কোর্টে আবেদন করেন তৃণমূল সাংসদ।
কলকাতাতে জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানিয়েছিলেন তাঁরা। ২০২২ সালের মে মাসে সেই মামলাতে সুপ্রিম কোর্ট অভিষেকদের পক্ষে রায় দিয়েছিল। এরপর ওই বছর সংশ্লিষ্ট মামলার আরও এক শুনানিতে অভিষেকের রক্ষাকবচ বহাল রাখে শীর্ষ আদালত।
বুধবার ফের সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে। এদিন অভিষেকের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, তাঁর মক্কেল এক জন সাংসদ। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১ জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট। এই পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে হাজিরা দিলে ভোটের কাজে সমস্যার সম্মুখীন হবেন। তাছাড়া তদন্তকারী সংস্থার সঙ্গে বরাবরই সহযোগিতা করে চলেছেন অভিষেক এবং রুজিরা। ১০ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতে।
এরপরই আদালতে ইডির পক্ষের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, ২০২২ সালের মার্চ মাসের পর আর এই মামলায় অভিষেককে তলব করেনি ইডি। দু’জনকে তলবের বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোনও দ্রুততা নেই। দুপক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। আপাতত অভিষেককে দিল্লিতে তলব পারবে না ইডি, জানিয়ে দেয় শীর্ষ আদালত।