দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার সংসদে সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট কতটা জনমুখী হবে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল ছিল। তবে সরকারের এই বাজেট নিয়ে তিনি কোনও আশা দেখছেন না বলে শুক্রবারই জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন নির্মলার বাজেট পেশের পর এ বিষয়ে সংসদে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিষেক বলেন, “যখন বাংলা থেকে বিজেপির ১৮জন সাংসদ নির্বাচিত হয়েছিল, তখনও তারা বাংলাকে কিছুই দেয়নি। এখন বিজেপির ১২ জন সাংসদ বাংলা থেকে রয়েছেন, অথচ এবারও মোদী সরকার বাংলাকে কিছু দিল না। বাংলা বরাবরই বঞ্চিত ছিল আজ আবারও তাই হল।”
এরপরই মোদী সরকারের এই বাজেটকে ‘ভোটমুখী বাজেট’ আখ্যা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “এটা দেশের বাজেট নয়, বিহারের বাজেট!”
নিজের দাবির সপক্ষে অভিষেক বলেন, “শুধুমাত্র বিহারে এই বছর নির্বাচন রয়েছে বলেই বিহারের জন্য সবকিছু করা হয়েছে। ওরা সব কিছু ভোটের কথা মাথায় রেখে করে, সাধারণ মানুষের জন্য নয়।”
সম্ভাব্য বাজেট নিয়ে শুক্রবারই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের কথায়, “যতদিন মোদী সরকার ক্ষমতায় রয়েছে ততদিন এই সরকারের কাছ থেকে গরিব মানুষের জন্য কিছু আশা করা বৃথা। কারণ এদের আমলে গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে। এরা সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়েদের জন্য কিছুই করেনি।”
এদিন সেই প্রসঙ্গ টেনেই অভিষেক বলেন, “সাধারণ মানুষের কথা ভেবে এই বাজেট তৈরি করা হয়নি। আগের বাজেটেও সব সুবিধা দেওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও বিহারকে। এখন অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয়ে গেছে, তাই ওরা বিহারের দিকে মন দিয়েছে।”
একই সঙ্গে বাজেটে ১২ লাখ পর্যন্ত আয়কর ছাড়ের প্রসঙ্গে অভিষেক বলেন, “পুরো বাজেট আমি এখনও পড়িনি। আয়কর ছাড়ের বিষয়ে এখনও স্পষ্টতা নেই। তাই আগে সম্পূর্ণ বাজেট পড়তে হবে, তারপর আমি যা বলার বলব।”