Abhishek Banerjee‘অভিষেকই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী’,কুণাল ঘোষের ফেসবুক পোস্টে আলোড়ন

0
84

দেশের সময় : ‘অভিষেকই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। সে-ই আমার নেতা’। কুণাল ঘোষের ফেসবুক পোস্ট ঘিরে আলোড়ন। রাত পোহালেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তার আগে কুণালের এই পোস্ট যথেষ্টই ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, ‘অভিষেক খুব ভাল থাকুক। সুস্থ থাকুক। চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ রাখছে অভিষেক, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক।’ এখানেই শেষ করেননি কুণাল। লিখেছেন, ‘আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা।’ কুণালের মন্তব্য, ‘অভিষেককে স্নেহ করি। ভালবাসি। মমতাদিকে দীর্ঘকাল সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হিসেবে দেখেছি। এখন অভিষেককেও দেখছি। সে দ্রুত আরও পরিণত হচ্ছে। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন অভিষেকই বাংলার মুখ্যমন্ত্রী হবে। তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কাণ্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।

https://x.com/KunalGhoshAgain/status/1854077549883855346?t=lLNpPkZETWlJejOAnON-Cw&s=19

কুণালের এই পোস্ট নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের তোপ, তৃণমূলটাই তো থাকবে না। সেক্ষেত্রে বাংলার পরবর্তী সেই দল থেকে কে হবেন, সেই প্রশ্ন আসছে কেন? তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আর পরিবারতান্ত্রিক দল তৃণমূল। পরিবারতান্ত্রিক দলে শুধু স্বৈরতন্ত্র থাকে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে যে উত্তরাধিকার সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বেসর্বা হবেন, এটা তো সবারই জানা। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যাপক মন কষাকষি চলছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Previous articleMamata Banerjee on Chhath Puja:ছট পুজো নিয়ে গান লিখলেন মমতা,কবে আসবে প্রকাশ্যে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Next articleUS Presidential Election 2024 ইজরায়েলকে সমর্থন বন্ধ করুন, ট্রাম্পকে বার্তা দিল হামাস, আমেরিকার নয়া প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন মোদী ও হাসিনা, তিন ফ্যাক্টরেই হেরে গেলেন কমলা হ্যারিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here