ABHISHEK: ব্রিগেডের জনসভার পর আরও ৫ টি জনসভা করবেন অভিষেক

0
147

দেশের সময় ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। প্রচারে ঝড় তুলতে ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা করবে তৃণমূল কংগ্রেস। সভায় মূল বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়।

ব্রিগেডের জনসভার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ৫ টি মেগা জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৪ মার্চ জলপাইগুড়িতে সভা করবেন অভিষেক। এরপর ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে সভা রয়েছে অভিষেকের। সেখান থেকেই উত্তরবঙ্গের দিকে উড়ে যাবেন অভিষেক। সেখানে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা করবেন ১৮ মার্চ। এরপর ২০ মার্চ বসিরহাট এবং ২২ তারিখ পূর্ব বর্ধমানে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বিজেপির জেতা আসনগুলিতে সভা করবেন অভিষেক। পাশাপাশি সন্দেশখালি নিয়ে যেভাবে গোটা রাজ্য তোলপাড় হয়েছিল সেদিক থেকে দেখতে হলে অভিষেকের বসিরহাটের সভাও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Previous articleNarendra Modi in Bengal: কৃষ্ণনগরে মোদীর সঙ্গে সাক্ষাৎ সুকান্ত-শুভেন্দুর,পৃথক বৈঠকে ডাক পেলেন শান্তনু ঠাকুর , কী নিয়ে আলোচনা?
Next articleLok sabha Election 2024 BJP Candidate List বারাণসীতে মোদী, বনগাঁয় শান্তনু ঠাকুর , বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here