দেশের সময় ওয়েবডেস্কঃ আধার কার্ড বাতিল হওয়া নিয়ে বিভিন্ন জেলা থেকে খবর আসছিল গত কয়েক দিনে । রাজ্য সরকারের পক্ষ থেকে একটি পোর্টালও চালু করা হয়েছে। যদিও কোনও আধার নম্বর বাতিল করা হয়নি বলে দাবি করা হয়েছিল আধার কর্তৃপক্ষের তরফে। তাদের পক্ষ থেকে জানানো হয়, আধার কার্ডের তথ্য আপডেট করার একটি প্রক্রিয়া করা হচ্ছিল। এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ইউআইডিএআই-এর পোর্টালে জানানো যাবে। এবার রাজ্যে আধার সেবা কেন্দ্র গড়ে তোলা হবে, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী।
লোকসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্যে একাধিক জেলা থেকে আধার কার্ড বাতিল করে দেওয়ার খবর আসতে শুরু করে। এরপরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, তিনি CAA হতে দেবেন না। শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘UIDAI ইতিমধ্যেই জানিয়েছে যে কোনও আধার কার্ডই বাতিল করা হয়নি। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য বলছেন এবং এই নিয়ে একটি পোর্টাল চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন।’
তিনি আরও লেখেন, ‘দরিদ্র মানুষ বিশেষ করে SC, ST এবং OBC সম্প্রদায় যাঁরা বর্ডার এলাকায় থাকে তাঁদের জন্য UIDAI আমার অনুরোধে আধার সেবা কেন্দ্র চালু করতে রাজি হয়েছে। যদি কারও এই নিয়ে কোনও সমস্যা থাকে সেক্ষেত্রে তাঁরা এই আধার সেবা কেন্দ্রে যেতে পারেন।’
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শাহজাহান শেখ এখনও অধরা। কিন্তু, তিনি দিদি নং ১-এর শ্যুটিং করছেন।’
Mamata Banerjee is a congenital liar. Her latest is on Aadhaar Card.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 22, 2024
UIDAI (Unique Identification Authority of India) has already clarified that no one’s Aadhaar Card has been deactivated. But Mamata Banerjee continues to lie and has promised to launch a portal for the same,… pic.twitter.com/DRFW0W38o5