নিজস্ব প্রতিবেদন –ডুরান্ড সেমিফাইনালে হারের পরে কলকাতা লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। রঘু নন্দীর বিএসএসকে ২-১ গোলে
হারিয়ে দিল লাল-হলুদ। দলের হয়ে দুটো গোল করেন কোলাডো ও বিদ্যাসাগর সিং।
জর্জের বিরুদ্ধে কলকাতা লিগের প্রথম ম্যাচ
হেরে গিয়েছিল লাল-হলুদ। বিএসএসকে হারানোর পরে লিগে প্রথম জয়ের দেখা পেল আলেজান্দ্রো মেনেন্দেজের দল।এদিন বৃষ্টির
জন্য খেলা ৪৩ মিনিট দেরিতে শুরু হয়।
ম্যারে ১৮ মিনিটে লাল-হলুদের হয়ে প্রথম গোল করেন কোলাডো। এই গোলের পরে ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে নেয়
আলেজান্দ্রোর দল।
এরপর মেহতাব সিংয়ের হেড থেকে গোল লাইন সেভ করেন বিএসএসের ফারুক। বিরতরি সময় এক গোলে
এগিয়ে ছিল আলেজান্দ্রো দল। বিরতির পরে গোল করে লাল-হলুদের পক্ষে ব্যবধান বাড়ান বিদ্যাসাগর। এরপর অতিরিক্ত সময়ে
পেনাল্টি পায় রঘুর দল। পেনাল্টি থেকে গোল করেন ওপুকু।
ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে আসেননি আলেজান্দ্রো। কোকো ও মার্কোস এসেছিলেন। মার্কোস বলেন, ’এই মাঠে ভালো খেলা
সম্ভব নয়। তবে প্রথম দিন খেললাম। আমার খুব ভালো লেগেছে। দর্শকরাও খুব ভালো।’
ছবি তুলেছেন- শান্তনু বিশ্বাস৷