“কাটমানি ঃ ৪৬ লক্ষ টাকা ফেরানোর দাবিতে গোপাল নগরের গঙ্গানন্দপুরে পথ অবরোধ গ্রামবাসিদের”

0
2069

দীপ বিশ্বাস, গোপাল নগর: এবার শুধু কাটমানি নয়,পুরো টাকা লোপাটের অভিযোগে তৃণমূলের প্রাক্তন মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা ৷ উত্তর ২৪ পরগনা গোপালনগর ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অম্বরপুর গ্রামের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে এলাকার মানুষ অভিযোগ করেন, গ্রামের কালী মন্দির , স্কুল , রাস্তা সংস্কারের পুর টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কাট মানি নিয়েছেন ওই মেম্বার।

পুকুর না কেটেও পুকুরের টাকা তুলে নেওয়ার অভিযোগ তোলেন প্রাক্তন মেম্বার রিতা রায় ও সুপারভাইজার অনুপ বিশ্বাসের বিরুদ্ধে ৷গ্রামের শতাধিক বাসিন্দা বুধবার প্রাক্তন পঞ্চায়েত মেম্বার রিতা রায়ের বাড়ির সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান এবং ৪৬ লক্ষ টাকা ফেরানোর দাবি করে ৷

বিক্ষোভ এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে গোবরাপুর মামুদপুর সড়ক ৷ অম্বরপুর এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য রিতা রায়ের স্বামী সুনীল রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে , সঠিক তদন্ত করুক যদিও বিক্ষোভকারিরা সুনীল বাবুর কথা মানতে চাননি৷

Previous articleপঞ্চায়েত এ ১ টাকার কাজ করতে হলেও ডাকতে হবে টেন্ডার-কড়া মমতা
Next articleতৃণমূলের দখলে চলে যাওয়া দলীয় কার্যালয় ফেরত চায় বনগাঁ শহর কংগ্রেস নেতৃত্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here