Budget 2026 নির্মলা সীতারামনের বাজেট ভাষণ , কবে, কখন? কোথায় দেখবেন রইল তথ্য

0
2

বাজেট নিয়ে দেশজুড়ে বাড়ছে কৌতূহল। কবে, কখন এবং কোথায় দেখা যাবে সাধারণ বাজেটের ভাষণ— এক নজরে ~

কবে ও কখন বাজেট ২০২৬?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় বাজেট পেশ করবেন। টানা নবমবার বাজেট ভাষণ দিতে চলেছেন তিনি। উল্লেখযোগ্যভাবে, প্রায় এক দশকের মধ্যে এই প্রথমবার রবিবার বাজেট পেশ হচ্ছে।

বাজেটের আগে কী কী হয়েছে?
২৭ জানুয়ারি নর্থ ব্লকে বাজেট প্রস্তুতির শেষ ধাপ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘হালুয়া সেরেমনি’।
২৮ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৯ জানুয়ারি সংসদে পেশ হয় ইকোনমিক সার্ভে ২০২৬, যেখানে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।

কোন কোন খাতে নজর?
এ বছর বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে—কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমোবাইল ও প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স ও ম্যানুফ্যাকচারিং, পরিকাঠামো, রেল ও নগরোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এ ছাড়াও কৃষি, স্বাস্থ্য, লজিস্টিক্স ও পর্যটন খাতেও বরাদ্দ বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাজেট অধিবেশন কতদিন?
বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ মার্চ, আর পুরো অধিবেশন শেষ হবে ২ এপ্রিল।

কোথায় ও কীভাবে দেখবেন বাজেট ভাষণ?
বাজেটের সরাসরি সম্প্রচার দেখা যাবে—সংসদের নিজস্ব চ্যানেল সংসদ টিভি  (ইউটিউবেও লাইভ)
রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল দূরদর্শন-এ
কেন্দ্রীয় বাজেটের অফিসিয়াল ওয়েবসাইট ও অর্থ মন্ত্রকের সামাজিক মাধ্যম
PIB (প্রেস ইনফরমেশন ব্যুরো)-র ডিজিটাল প্ল্যাটফর্ম

কেন গুরুত্বপূর্ণ ইকোনমিক সার্ভে?
ইকোনমিক সার্ভে ২০২৬ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৬.৮% থেকে ৭.২% হারে বৃদ্ধি পেতে পারে। যদিও মূল্যবৃদ্ধির হার কিছুটা বেশি থাকার ইঙ্গিত রয়েছে, তবু আর্থিক স্থিতিশীলতা নিয়ে সরকার আশাবাদী। লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষে জিডিপির ৪.৪% আর্থিক ঘাটতি ধরে রাখার পরিকল্পনা রয়েছে।

রইল বাকি দুদিন। আগামী রবিবার, ১ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ভাষণের আগে দেশজুড়ে তুঙ্গে বাজেট-উত্তেজনা। এবার তাঁর টানা নবম বাজেট ভাষণ , এবং প্রায় এক দশকের মধ্যে প্রথমবার রবিবার  সংসদে পেশ হচ্ছে ভারতের কেন্দ্রীয় বাজেট। প্রথা অনুযায়ী, ২৭ জানুয়ারি নর্থ ব্লকের  বাজেট ছাপাখানায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী হালুয়া অনুষ্ঠান । 
আর্থিক সমীক্ষা ২০২৬: অর্থনীতির সামগ্রিক সূচক
সংসদে ২৯ জানুয়ারি পেশ হয়েছে ইকোনমিক সার্ভে ২০২৬ , যাকে সরকারের পক্ষ থেকে ভারতের অর্থনীতির ‘স্বাস্থ্য প্রতিবেদন’  হিসেবেই দেখা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের অর্থনীতি  ৬.৮ থেকে ৭.২ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। এই বৃদ্ধির পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে শক্তিশালী সামষ্টিক ভিত্তি  এবং ধারাবাহিক নিয়ন্ত্রক সংস্কার ।

মুদ্রাস্ফীতি ও রাজকোষ ঘাটতি: উদ্বেগ নয়, সতর্কতা
আর্থিক সমীক্ষা জানাচ্ছে, ২০২৬-২৭ অর্থবর্ষে মূল ও সামগ্রিক মুদ্রাস্ফীতি  আগের বছরের তুলনায় কিছুটা বেশি হতে পারে। তবে তা উদ্বেগজনক মাত্রায় পৌঁছবে না বলেই মত অর্থনৈতিক নীতিনির্ধারকদের। রাজকোষ ঘাটতি প্রসঙ্গে সমীক্ষা বলছে, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ঘাটতি দাঁড়িয়েছে বাজেট অনুমানের ৬২.৩ শতাংশে। সরকারের লক্ষ্য, ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে রাজকোষ ঘাটতি জিডিপির  ৪.৪ শতাংশে নামিয়ে আনা।

মোদীর প্রতিক্রিয়া: সংস্কারের অর্থ-মানচিত্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  আর্থিক সমীক্ষাকে ভারতের ‘সংস্কার এক্সপ্রেস’-এর  আখ্যা দিয়েছেন। সামগ্রিকভাবে তাঁর মতে, বৈশ্বিক অনিশ্চয়তার  মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল এবং ক্রমোন্নতির পথে।

মোদী বলেন, সমীক্ষা স্পষ্ট করে দেখাচ্ছে—
সামষ্টিক স্থিতিশীলতা উদ্ভাবন ও উদ্যোগ পরিকাঠামোগত উন্নয়ন এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে ভারতের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরি হচ্ছে।

মিলেমিশে করি কাজ ও ‘বিকশিত ভারত’
আর্থিক সমীক্ষা বিশেষ গুরুত্ব দিয়েছে সমষ্টিগত উন্নয়নের  উপর। কৃষক , ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, যুব কর্মসংস্থান এবং সামাজিক কল্যাণ এই ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক নীতি প্রণয়নের কথা বলা হয়েছে। পাশাপাশি, উৎপাদন ক্ষেত্র , উৎপাদনশীলতা এবং শিল্পায়ন  জোরদার করে ‘বিকশিত ভারত’ লক্ষ্যপূরণের পথদিশাও তুলে ধরা হয়েছে।

সামগ্রিকভাবে, ইকোনমিক সার্ভে ২০২৬ ভারতের অর্থনীতির একটি আশাবাদী ও বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছে। বৃদ্ধির গতি বজায় থাকলেও মুদ্রাস্ফীতি ও রাজকোষ ঘাটতির মতো সূচকগুলির উপর সতর্ক নজর রাখার বার্তা স্পষ্ট। আসন্ন বাজেট এই সমীক্ষার সুপারিশগুলিকে কতটা বাস্তবে রূপ দিতে পারে, সেদিকেই এখন তাকিয়ে দেশ-বিদেশের অর্থনৈতিক মহল।

Previous articleমেজাজ বদল আবহাওয়ার, ফেব্রুয়ারির শুরুতেই শীত বিদায়ের পথ ধরেছে ! কী জানাচ্ছে হাওয়া অফিস?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here