জাতীয় স্কুল গেমসে ফুটবলে দাপট বাংলার মেয়েদের

0
24
সুব্রত বক্সী , দেশের সময়

বিশ্বমঞ্চে দাপট দেখাচ্ছেন ভারতের মহিলা ফুটবলাররা। একের পর এক টুর্নামেন্টে জাতীয় দলের জার্সি গায়ে জ্বলে উঠছেন তাঁরা। এ বার জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব-১৯ বিভাগে নজর কাড়লেন বাংলার মেয়েরা। মণিপুরের ইম্ফলে অনুষ্ঠিত ৬৯তম স্কুল গেমসে গ্রুপ পর্ব থেকেই দুরন্ত ছন্দে রয়েছে তারা। একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দাপট দেখাচ্ছে বাংলার মহিলা ফুটবল দল। তেলঙ্গানা, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের বিরুদ্ধে এসেছে বড় জয়। কোয়ার্টার ফাইনালে জিতে এখন সেমিতে জয়েই নজর বাংলার।

লিগ স্তরের প্রথম ম্যাচে তেলঙ্গানাকে ২৮-০ গোলে চূর্ণ করে বাংলা। এই ম্যাচে নদিয়ার সারজিদা খাতুন একাই করেন আট গোল। চারটি করে গোল করেন বাঁকুড়ার বৃষ্টি সাঁতরা ও জলপাইগুড়ির স্নেহা মিন্জ। পশ্চিম বর্ধমানের প্রতিমা ধাঙ্গর ও জলপাইগুড়ির সোহানি রায় করেন তিনটি করে গোল। নদিয়ার অঙ্কিতা সাঁতরা, বাঁকুড়ার ইপ্সিতা সোরেন এবং পূর্ব বর্ধমানের শিউলি সোরেন দু’টি করে গোল করেন।

দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৮-০ গোলে জয় পায় বাংলা। সারজিদা খাতুন একাই করেন পাঁচ গোল। জোড়া গোল করেন বৃষ্টি সাঁতরা। আর একটি গোল করেন নদিয়ার কোয়েল হালদার।

টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলার প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়। তবে গ্রুপের তৃতীয় ম্যাচে রিজ়ার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে রাজস্থানের সঙ্গে ২-২ গোলে ড্র করে বাংলা।

প্রি-কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবকে ৬-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় বাংলা। এই ম্যাচে সারজিদা খাতুন হ্যাটট্রিক করেন। একটি করে গোল করেন বৃষ্টি সাঁতরা, সোহানি রায় এবং কুমকুম সারেন। তবে এই ম্যাচে বাংলার গোলরক্ষক হাঁটুতে চোট পেয়ে সাত দিনের বিশ্রামে আছেন, যা দুশ্চিন্তার কারণ।

শেষ আটের ম্যাচে তামিলনাড়ুকে ২-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে বাংলা। এই ম্যাচে কোয়েল হালদার করেন জোড়া গোল। নানা প্রতিকূলতার মধ্যেও জাতীয় ট্রফি জয়ই এখন লক্ষ্য বাংলার মহিলা ফুটবল দলের।

গ্রুপ লীগের প্রথম খেলায় তেলেঙ্গানা রাজ্যকে ২৮,শূন্য গোলে পরাজিত করে বাংলার প্রমিলা বাহিনী।এই ম্যাচের গোলদাতাদের নাম :
১) সারজিদা খাতুন ( নদীয়া ) – ০৮ গোল
২) বৃষ্টি সাঁতরা (বাঁকুড়া)– ০৪ গোল
৩) স্নেহা মিন্জ (জলপাইগুড়ি) – ০৪ গোল
৪) প্রতিমা ধাঙ্গর (পশ্চিম বর্ধমান ) – ০৩ গোল
৫) সোহানি রায় (জলপাইগুড়ি) – ০৩ গোল
৬) অঙ্কিতা সাঁতরা (নদীয়া) – ০২ গোল
৭) এপসিটা সোরেন ( বাঁকুড়া) – ০২ গোল
৮) শিউলি সোরেন (পূর্ব বর্ধমান )– ০২ গোল

উত্তর প্রদেশের বিরুদ্ধে বিজয় রথের কেতন যারা উড়িয়েছেন গোলদাতা সেই বঙ্গ তনায়রা হলেন ১) সারজিদা খাতুন – ০৫ গোল

২) বৃষ্টি সাঁতরা – ০২ গোল

৩) কোয়েল হালদার (নদীয়া )– ০১ গোল

গ্রুপ লিগের তৃতীয় গুরুত্বহীন ম্যাচে বাংলা দল তার রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের খেলিয়ে রাজস্থানের সাথে ০২-০২ গোলে ড্র করে। বাংলার গোলা দাতা বৃষ্টি সাতরা ও সোহানি রায়।
প্রি কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবকে ছয় শূন্য গোলের দমকা হাওয়ায় উড়িয়ে কোয়াটার ফাইনালে অতি সহজেই পৌঁছে যায় ।
গোলদাতাদের নাম :
১) সারজিদা খাতুন – ০৩ গোল

২) বৃষ্টি সাঁতরা – ০১ গোল

৩) সোহানি রায় – ০১ গোল

৪) কুমকুম সারেন (পূর্ব বর্ধমান) – ০১ গোল। এই খেলায় বাংলার অব্যর্থ গোলরক্ষক হাঁটুতে চোট পেয়েছেন। তাকে সাত দিনের রেস্টে থাকতে হবে বলে জানিয়েছেন বাংলার দলের টিম ম্যানেজার নন্দদুলাল ভৌমিক। এ নিয়ে চিন্তিত বাংলার ঞীড়া মহল।

Previous articleবনগাঁর মঞ্চে চরম হেনস্থার শিকার‌ মিমি , নায়িকার দেহরক্ষীদের কাণ্ড নিয়ে পাল্টা অভিযোগ করে কী বললেন উদ্যোক্তারা?
Next article২৪ ঘণ্টা পরেও পকেট ফায়ার , অগ্নিগ্রাসে আনন্দপুরের গুদাম , ধৈর্য ধরে রাখতে পারছেন না নিখোঁজদের পরিজনরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here