

সরস্বতী পুজোয় তাপমাত্রা কিছুটা নেমেছিল। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি। কিন্তু সপ্তাহান্তে পারদ ফের বাড়ার সম্ভাবনা। শনিবার অবশ্য তাপমাত্রা কমই থাকবে। ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে কি ফের কামব্যাক শীতের? কী জানাচ্ছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সাত দিনে রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই। অর্থাৎ ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পারদ চড়তে পারে। অর্থাৎ, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই, জানাচ্ছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী চার দিন সকালে উত্তরবঙ্গে এবং দু’দিনে দক্ষিণবঙ্গের দু’একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় রবিবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে বাড়বে দৃশ্যমানতা। পরবর্তী সাত দিনে শুষ্কই থাকবে রাজ্যের আবহাওয়া। নতুন করে অত্যধিক পারদ পতনের সম্ভাবনা নেই। গতকাল, অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।

তবে রবিবার থেকেই বদলে যাবে পরিস্থিতি। তাপমাত্রা বাড়তে শুরু করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের মতে, রবিবার থেকে পারদ চড়তে পারে। আগামী গোটা সপ্তাহটাই সেই ট্রেন্ড জারি থাকতে পারে। যার ফলে শীত কিছুটা কমতে পারে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেলেও এখনই গরম অনুভূত হবে না।

এই তাপমাত্রা বাড়ার পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও জম্মু–কাশ্মীরের উপর। আবার ২৬ জানুয়ারি আরও একটা ঝঞ্ঝা আসতে পারে। সেই কারণেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আর রোদ উঠলে বাড়তে পারে অস্বস্তি।
যদিও শীতের বিদায় নিয়ে পুরোপুরি খোলসা করেনি হাওয়া অফিস। তবে সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এবারের মতো বিদায় নিতে পারে ঠান্ডা।

গোটা দক্ষিণবঙ্গেই আপাতত শীত রয়েছে। ১৫ ডিগ্রির আশপাশে থাকবে দক্ষিণের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা। যদিও রবিবার থেকে পারদ চড়তে পারে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে। ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে। যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।
দক্ষিণে সোমবার থেকে তাপমাত্রা বাড়লেও উত্তরে আবহাওয়া থাকবে একই রকম। সেখানে আগামী ৫ দিন তাপমাত্রার হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আর উত্তরের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা।

সব মিলিয়ে বলা যায়, শীত এখন শেষের পথে হলেও একেবারে বিদায় নিতে এখনও কিছুটা সময় লাগবে। দক্ষিণবঙ্গে উষ্ণতার ইঙ্গিত মিললেও, উত্তরবঙ্গবাসীর জন্য শীতের স্পেল আরও কয়েকদিন স্থায়ী হতে চলেছে।




