

পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক! হুমকি দেওয়া হয়েছে, ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই বার্তা ঘিরে উদ্বেগ বাড়ছে । তড়িঘড়ি নিরাপত্তা বাড়ানো হয়েছে মন্দির চত্বরে। কড়া পুলিশি প্রহরা বসানো হয়েছে।

এদিন সোশ্যাল মিডিয়ার হুমকি বার্তা পাওয়ার পরই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং নিরাপত্তা বাড়ানো হয় মন্দির চত্বর ও আশপাশে । প্রাথমিক তদন্তের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরো ঘটনার উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

এই প্রথম নয়, এর আগেও পুরীর মন্দিরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল । গত বছর অগস্টে পুরীর কয়েক শতাব্দী প্রাচীন মন্দিরের দেওয়ালে ওড়িশা ও ইংরেজি- দুটি ভাষায় লেখা হুমকিবার্তা পাওয়া যায়। নিরাপত্তা বাড়িয়ে চালানো হয়েছিল তল্লাশি।

সেই হুমকি বার্তায় লেখা ছিল, ‘জগন্নাথ মন্দিরে হামলা করবে জঙ্গিরা। গুঁড়িয়ে দেওয়া হবে মন্দির।’ এমনকি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও খোদাই করা হয়েছিল বলে জানা গিয়েছিল। এছাড়াও কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছিল, যেগুলিতে ফোন করার নির্দেশও ছিল।

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মন্দিরে । স্থানীয়দের অভিযোগ ছিল, কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মন্দিরের দেওয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে। তাঁরাই এই কাজ করেছিলেন বলে অনুমান করা হয়েছিল। যা পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ঘিরে বড় প্রশ্ন তৈরি করে দেয়।

কয়েক মাসের মধ্যেই ফের বোমাতঙ্ক। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।





