কবি বিশ্বনাথ মৈত্রের ‘কবিতা সংগ্রহ’ উদবোধন বনগাঁর নীলদর্পণ সভাগৃহে : দেখুন ভিডিও

0
24
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁ: কবি বিশ্বনাথ মৈত্রের ৯৭তম জন্ম দিবস উদযাপনে ‘কবিতা আশ্রম’ প্রকাশনির পক্ষ থেকে ‘কবিতা সংগ্রহ’ প্রকাশিত হল।

২০ ডিসেম্বর শনিবার কবির জন্মদিনের দিনটিকেই বেছে নিয়ে বনগাঁ ভিডিও অফিসের ‘নীলদর্পণ’ সভাগৃহে বইটির আনুষ্ঠানিক উদবোধন করল প্রকাশনি সংস্থাটি। দেখুন ভিডিও

মফস্বল শহর বনগাঁর গুরুত্বপূর্ণ কবি বিশ্বনাথ মৈত্রকে ভালোবেসে এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বনগাঁর কবি, সাহিত্যিক ও শিল্পপ্রেমী মানুষেরা। প্রকাশনা সংস্থার পক্ষ থেকে বিকেল সাড়ে চারটেতে অনুষ্ঠানটির সূচনা কথা হয়। কবিতা, গান ও স্মৃতিচারণের মাধ্যমে জাঁকজমক এই অনুষ্ঠানটির জন্য দু’দিন আগে থেকেই পাঠক মহলে সীমাহীন আগ্রহ লক্ষ্য করা গিয়েছে।

Previous articleকুয়াশায় তাহেরপুর যাওয়া হল না, ফোনেই বক্তৃতা প্রধানমন্ত্রীর ! বাংলায় এখনও ‘মহা জঙ্গলরাজ’ চলছে, তৃণমূলকে নিশানা মোদীর
Next articleছদ্ম শীতে কাঁপছে বাংলা , বড়দিনে  ঠান্ডার কেমন থাকবে? জানুন আবহাওয়ার আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here