

৬৯ তম রাজ্য বিদ্যালয়ে অনূর্ধ্ব ১৪ বছর বালক ও বালিকা বিভাগের যোগাসন প্রতিযোগিতা ২৩ ও ২৪ শে নভেম্বর অনুষ্ঠিত হয় বিধান নগর সরকারি উচ্চবিদ্যালয়ে। সারা রাজ্যের ২৩ টি জেলা দল অংশগ্রহণ করে । উদ্যোক্তাদের পক্ষ.থেকে উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় সংসদের কার্যনির্বাহী সহ-সভাপতি মানস পাল জানান যে অনুদ্ধ ১৪ বছর বয়স বালিকা আটিস্টিক সিঙ্গেল যোগাসন বিভাগে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার ঐশানি বেরা, দ্বিতীয় হুগলি জেলার শালিনী দে এবং তৃতীয় উত্তর ২৪ পরগনা জেলার অঙ্কিতা দাস।

অনূর্ধ্ব ১৪ বছর বালক আটিস্টিক সিঙ্গেল বিভাগে প্রথম স্থান পূর্ব মেদিনীপুরপুর জেলার প্রিয়তোষ কুইতি ,দ্বিতীয় হুগলি জেলার অদ্রিস পাল এবং তৃতীয় নদীয়া জেলার রিপাঞ্জন বিশ্বাস।

অনূর্ধ্ব ১৪ বছর বালক আটিস্টিক পেয়ার যোগাসন বিভাগে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কৌশাণ মন্ডল ও প্রিয়তোষ কুইতি ,দ্বিতীয় নদীয়া জেলার রিপাঞ্জন বিশ্বাস ও প্রীতাঞ্জন বিশ্বাস এবং তৃতীয় হুগলি জেলার অম্বরিশ মন্ডল ও অদ্রিস পাল।

অনূর্ধ্ব ১৪ বছর বালিকা আর্টিস্টিক পেয়ার যোগাসন বিভাগে প্রথম নদিয়া জেলার পূরবী সাহা ও সোনাক্ষী বিজলী, দ্বিতীয় পূর্ব মেদনীপুর জেলায় মেঘা মাইতি এবং উর্মি সামন্ত এবং তৃতীয় পশ্চিম মেদিনীপুর জেলার সৌমি পাল এবং অম্বিকা মাইতি।
অনূর্ধ্ব ১৪ বছর বালিকা রিদমিক যোগাসন বিভাগে প্রথম হুগলি জেলার শালিনী দে ও শ্রেয়া মালো ,দ্বিতীয় পূর্ব মেদিনীপুর জেলার মেঘা মাইতি এবং উর্মি সামন্ত এবং তৃতীয় উত্তর ২৪ পরগনার অনুষ্কা বাঙ্গাল ও স্বতস্বী কাঁঠাল।

অনূর্ধ্ব ১৪ বছর বালক রিদমিক পেয়ার বিভাগে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার প্রিয়তোষ কুইতি এবং কৌশাণ মন্ডল, দ্বিতীয় নদীয়া জেলার ভাস্কর হালদার ও অর্ঘ্য বিশ্বাস এবং তৃতীয় হুগলি জেলার অদ্রিস পাল ও অম্বরিশ মন্ডল।

অনূর্ধ্ব ১৪ বছর বালক ট্রেডিশনাল সিঙ্গেল যোগাসন বিভাগে প্রথম পুরুলিয়া জেলার সমৃদ্ধ মুখার্জী ,দ্বিতীয় হুগলি জেলার বিনায়ক বিশ্বাস এবং তৃতীয় নদীয়া জেলার প্রীতাঞ্জন বিশ্বাস।
অনূর্ধ্ব ১৪ বছর বালিকা ট্রেডিশনাল সিঙ্গেল বিভাগে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার ঐশানি বেরা, দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর জেলার অম্বিকা মাইতি এবং তৃতীয় হুগলি জেলার শালিনী দে।

বিদ্যালয় শিক্ষা দপ্তরের পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয়ের ক্রীড়া সংসদের সূত্রে জানা যায় যে ৬৯ তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা, জাতীয় জিবনাসটিক প্রতিযোগিতা ও জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা এবছর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে।




