Mamata Banerjee মঙ্গলবার  এসআইআরের প্রতিবাদে বনগাঁয় মুখ্যমন্ত্রীর জনসভা, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন? কি বললেন জেলা সভাপতি :দেখুন ভিডিও

0
19
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁ : রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে প্রতিবাদে আবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বনগাঁয়। মঙ্গলবার দুপুরে সেখানকার ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকায় সভা করবেন তিনি। তার পরে গাইঘাটার চাঁদপাড়ায় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এই সভার প্রস্তুতি নিয়ে দফায় দফায় সাংসদ তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারপার্সন মমতাবালা ঠাকুর, জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

মঙ্গলবার হেলিকপ্টারে চেপে কলকাতা থেকে বনগাঁ যাবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, চাকদহ রোডের প্রতাপগড় মাঠে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার জন্য হেলিপ্যাড করা হয়েছে ইতিমধ্যেই। জেলা সভাপতি বিশ্বজিৎ দাস  বলেন,  মঙ্গলবার দুপুর ১টার সময়ে ত্রিকোণ পার্কে সভা। তার পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত ৩ কিলোমিটার পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।’’ বিশ্বজিৎ জানিয়েছেন, এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদেই এই কর্মসূচি করছেন মমতা। তাঁর কথায়, ‘‘এখানে ও পার বাংলার মানুষ বেশি। মতুয়া, তফসিলি মানুষজন রয়েছেন। এসআইআরকে সামনে রেখে ভয় দেখানো হচ্ছে। মানুষ আতঙ্কিত। আত্মঘাতী হচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই নিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। সেই বার্তা দিতে আসছেন এখানে।’’ তৃণমূল নেতা এ-ও জানান, মতুয়ারা এখনও তৃণমূলের পাশেই রয়েছেন। আগামী দিনেও থাকবেন। কারণ, এ রাজ্যে মতুয়াদের জন্য যে কাজ হয়েছে, তা মুখ্যমন্ত্রীই করেছেন। দেখুন ভিডিও

মুখ্যমন্ত্রীর জনসভার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ।সোমবার সকাল থেকেই পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে রয়েছে শহর বনগাঁ I

Previous article‘রাজনৈতিক দলের চাপে বেআইনি সিদ্ধান্ত ‘মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি মমতার
Next articleআজ বনগাঁয় মমতা ,মতুয়া-গড় থেকে পুরসভার ডামাডোল SIR  নিয়ে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্ৰী? কৌতূহল!: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here