দিল্লিতে বিস্ফোরণের জেরে রাজ্যজুড়ে সতর্কতা জারি, পেট্রাপোল সীমান্ত সহ বনগাঁ শহরের বিভিন্ন প্রান্তে চলছে  জোরদার নাকা তল্লাশি: দেখুন ভিডিও

0
9
রেশমী দাস, দেশের সময়

পেট্রাপোল : রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই হাই অ্যালার্ট জারি হয়েছে দেশের সব মেট্রো শহরে। তালিকায় রয়েছে কলকাতাও। তবে শুধু শহর কলকাতা নয় রাজ্যের একাধিক জেলাতেও চলছে নাকা চেকিং। একাধিক গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো স্টেশন, সীমান্ত এলাকা এবং একাধিক রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি।

এই আবহেই বাড়তি সতর্কতা নিয়েছেন কলকাতা পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশের কর্তারা। সতর্ক রয়েছে সীমান্তের বিএসএফ জওয়ানরাও ।

রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই হাই অ্যালার্ট জারি হয়েছে দেশের সব মেট্রো শহরে। তালিকায় রয়েছে কলকাতাও। তবে শুধু শহর কলকাতা নয় রাজ্যের একাধিক জেলাতেও চলছে নাকা চেকিং। একাধিক গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো স্টেশন, সীমান্ত এলাকা এবং একাধিক রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি। দেখুন ভিডিও

সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত একাধিক জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন বহু মানুষ । তার পর থেকেই দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে।

রাজ্যের সমস্ত জাতীয় ও রাজ্য সড়কেও জারি রয়েছে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমস্ত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সীমান্ত লাগোয়া এলাকাগুলিতেও দিন – রাত্রী চলছে কড়া নজরদারি।

যাতে বেআইনি ভাবে কেউ সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে, সে দিকেও নজর রাখছে সীমান্ত রক্ষী বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় পেট্রাপোল সীমান্তে বিএসএফ জওয়ানদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যশোর রেডে তল্লাশি চালানোর দৃশ্য ধরা পড়ে দেশের সময় এর ক্যামেরায় I

Previous article‘ষড়যন্ত্রকারীদের কাউকে রেয়াত নয়’! ভুটান সফরে মোদীর মুখে দিল্লি বিস্ফোরণের কথা
Next articleএবার ঠাকুর বাড়িতে আমরণ অনশনে বসবেন মমতাবালা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here