

বনগাঁ: ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই প্রতিবাদে শুক্রবার বিকালে বনগাঁয় বাইক মিছিল করে কংগ্রেস। এই মিছিলে অংশ নেন রাজ্য ও জেলা নেতৃত্ব। পাশাপাশি বহু কংগ্রেস কর্মী মিছিলে অংশ নিয়েছিলেন বলে দাবি নেতৃত্বের।

উপস্থিত ছিলেন প্রদেশ নেতৃত্ব অমিতাভ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটির (গ্রামীণ) সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক আবদুল মান্নান সহ কংগ্রেস নেতৃত্ব। দেখুন ভিডিও
জানা গিয়েছে, শুক্রবার ৩১ তারিখ ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে শহর কংগ্রেস কার্যালয় থেকে পেট্রাপোলে পর্যন্ত এই বাইক মিছিল পৌঁছায় ।






