

বনগাঁ : এমনিতে বছরভর বেড়ানো যায়। তবে শীতের ব্যাপারটা আলাদা। উত্তুরে হাওয়া বইলে কড়া রোদও মিঠে লাগে। আর সে কারণেই বছরভর অপেক্ষা থাকে ঠান্ডার।

আর এই ঠান্ডায় সাজতে বা সাজাতে কে না ভালোবাসে। সকলেই অপরুপা হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিক্স নতুন কিছু খুঁজে বেড়ায় , সেই সকল সামগ্রী নিয়ে শীতের মরসুমে সীমান্ত শহর বনগাঁয় জমে উঠেছে সৃজা বুটিক-এর ক্রিসমাস কার্নিভাল ও পিঠে পুলি উৎসব : দেখুন ভিডিও

২২ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে সৃজা-র ক্রিসমাস কার্নিভ্যাল। যা চলবে আগামী ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তিন দিন ব্যাপী এই ক্রিসমাস কার্নিভাল ও পিঠে পুলি উৎসব – এর আয়োজন করেছে সৃজা বুটিক ।

রাত পোহালেই বড়দিন! সঙ্গে নতুন বছরকে সাদরে স্বাগত জানানোর পালা। আর ডিসেম্বরের শহরে হালকা ঠান্ডার আমেজ মেখে আলো-মাখা রাস্তায় ঘুরে দেখার অনুভূতিটাই আলাদা।ডিসেম্বরের শহর মানেই তো আবারও উৎসবের জন্য সেজে ওঠা।
এর পাশাপাশি এই সময়টায় আকাশে-বাতাস যেন ম’ ম’ করতে থাকে কেক, পিঠেপুলি আর সদ্য ওঠা নলেন গুড়ের সুগন্ধে। ইতিমধ্যেই বসে গিয়েছে শীতের জামাকাপড়ের পসরাও। আর শীতের মরশুমে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বিভিন্ন মেলা আর প্রদর্শনীও।

বনগাঁয় ক্রিসমাস কার্নিভাল ও পিঠে পুলিউৎসবে এখানে এক ছাদের তলায় পাওয়া যাবে হ্যান্ডমেড নানা জিনিস থেকে শুরু করে জামাকাপড়, গয়নাগাঁটি, ঘর সাজানোর জিনিস এবং আরও কত কিছু!
সঙ্গে থাকছে জনপ্রিয় বিভিন্ন বুটিকের এক্সক্লুসিভ প্রোডাক্ট। তাহলে কী কী চমক থাকছে অতিথিদের জন্য, তা দেখতে হলে বছরশেষের এই দিন গুলিতে তালিকায় রাখুন শীতের কেনাকাটার আদর্শ স্থান সীমান্ত শহর বনগাঁয় সৃজা বুটিক-এর ক্রিসমাস কার্নিভাল ও পিঠে পুলি উৎসব ।




