Viral posterএবার বনগাঁর কার্নিভালেও  ইছামতী নদীর সংস্কারের দাবিতে সেই ভাইরাল দুর্গা পোস্টার নিয়ে শোভাযাত্রা: দেখুন ভিডিও

0
6
পার্থ সারথি নন্দী ,দেশের সময়

..বনগাঁ : শোভাযাত্রা  সাংস্কৃতিক অনুষ্ঠানে শনিবার সরকারি উদ্যোগে উত্তর২৪ পরগনার বনগাঁয় আয়োজিত হল পুজো কার্নিভাল । সেই কার্নিভালে ফের দেখা গেল ইছামতী নদীর সংস্কারের দাবিতে ভাইরাল দুর্গা পোস্টারটি।

এবার বনগাঁর কার্নিভালে দেখা গেল প্রতাপগড় স্পোটিং ক্লাবের শোভাযাত্রায় ব্যাকড্রপে সেই ভাইরাল হওয়া ছবির সামনে দাঁড়িয়ে আছে আরও এক দুর্গা । ইছামতী নদী সংস্কারের দাবি তারও । প্রতাপগড়ের বাসিন্দা ছোট্ট কিঞ্জল দেবনাথ বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের ইছামতী নদী সংস্কার হোক ।

উল্লেখ্য, কচুরিপানা, শ্যাওলায় ভরে যাওয়ায় গতি রুদ্ধ হচ্ছে ইছামতীর । তার জন্য দেবী দুর্গাও যেন বিষন্ন। সেই নদী সংস্কারের দাবিকে সামনে রেখে দুর্গার সাজে প্রতীকী পোস্টার তৈরী করেছিলেন বনগাঁর তরুণী অর্পিতা বনিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পোস্টারটি পৌঁছে দিতে চান তিনি । সেই লক্ষ্যে সম্প্রতি নীলদর্পণ অভিটোরিয়াম -এ বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের হাতে তুলে দিয়েছেন সেই পোস্টার টি । বহু মানুষের সামনে তাঁর বার্তা প্রাণ ফিরে আসুক ইছামতীতে। দেখুন ভিডিও

বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, এই দুর্গা পোস্টারটি এবছর মোট ১০৯ টি পুজোমন্ডপ সহ শহরের বিভিন্ন রাস্তায় দর্শনর্থীদের দেখার সুযোগের  পাশাপাশি তাঁরা যেন সেলফি তুলে সেই নিজস্বী ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করার সুযোগ পান তার ব্যবস্থা  হয়েছিল । এদিন কার্নিভালেও সেই দুর্গার ছবি ফের চোখে পড়ল প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের শোভাযায় ।এই পোষ্টার এর ছবি দিয়ে ইছামতী নদী সংস্কারের দাবির পাশাপাশি শারদীয়ার শুভেচ্ছা বার্তাও দেওয়া হয় ।পুর প্রধান আরও বলেন, ‘ইছামতী সংস্কার করাটা কেন্দ্র সরকারের দায়িত্ব। কিন্তু কেন্দ্র সরকার সেটা করছে না।

ইছামতী নদীর পাশেই গড়ে উঠেছে বনগাঁ শহর। তাই ইছামতী নিয়ে বনগাঁর বাসিন্দাদের যথেষ্ট আবেগ রয়েছে। এক সময় এই ইছামতী ছিল স্রোতস্বিনী। জোয়ার-ভাটা খেলত। ইছামতী নদীতে মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সেই ইছামতী আর নেই। ইছামতী নদী এখন কচুরিপানায় ভরে গিয়েছে। মজে গিয়ে তার জলধারণ ক্ষমতা কমেছে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় ইছামতী এখন খালের আকার নিয়েছে।

অনেকেই মনে করেন, ভারত, বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতী নদী সংস্কারের দায়িত্ব কেন্দ্রীয় সরকার কখনই এড়াতে পারে না। কিন্তু ইছামতী নদী সংস্কারে কোনও সরকারি উদ্যোগ আজ পর্যন্ত চোখে পড়েনি। ফি-বছর বর্ষায় ইছামতীর জলে প্লাবিত হয় বনগাঁ শহর। এই বছরও প্রায় চার মাস ধরে জলবন্দি অবস্থায় কাটিয়েছেন বনগাঁ শহরের বাসিন্দারা। তাই ইছামতী সংস্কারের দাবি ক্রমশ জোরাল হচ্ছে। সম্ভবত, সেই কারণেই অর্পিতার পোস্টার নিয়ে এতটা সাড়া পড়েছে।

বনগাঁর ব্যবসায়ীদের কথায়, ‘ইছামতী সংস্কার হোক,  অর্পিতা বণিকের এই উদ্যোগ প্রশংসনীয়। আমাদের আশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইছামতী সংস্কারের উদ্যোগ নেবেন।’

Previous articleবনগাঁর দুর্গাপুজোর কার্নিভালে জনসমুদ্র, পুরষ্কারেও চমক : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here