Weather Update ফের তৈরি নিম্নচাপ ,পুজোর পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট

0
18

উৎসবে মেতেছে বাঙালি। কিন্তু, বিষ্টির বিরাম নেই। আর কতদিন অসুর বৃষ্টিকে সহ্য করতে হবে? কেমন থাকবে চতুর্থী-সহ দুর্গাপুজোর পাঁচ দিনের আবহাওয়া? জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

আশঙ্কাটাই যেন এবার সত্যি হতে চলেছে! পুজো শুরুর মুখে  ফের একবার জোরালো বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দপ্তরর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। শনিবারের মধ্যেই তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। ফলে পুরোর দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 

মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ২৬ সেপ্টেম্বর শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ সেপ্টেম্বর শনিবার তা গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর ফলে উত্তাল থাকলে সমুদ্র। বইবে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় জারি হয় কমলা সতর্কতা। আজও  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। কলকাতায় আগামী দু’দিন রোদের দেখা মিললেও মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে এবং  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

২৫.তারিখ থেকে আজ সকাল সাড়ে ছয়’টা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে ০০৩.৬ মিমি।

আজ, শুক্রবার মহানগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫% শতাংশ ও সর্বনিম্ন ৬৫ শতাংশের আশপাশে থাকবে। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোনও কোনও জায়গায় অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এই নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল দিয়ে শনিবার স্থলভূমিতে প্রবেশ করে ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। শনিবার সকালে সেটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই গভীর নিম্নচাপটির সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে না। তবে গভীর নিম্নচাপটি বড়ো এলাকাজুড়ে অবস্থান করার জন্য ও এখন বর্ষা বিদায়ের সময় হওয়ায় এর পরোক্ষ প্রভাব কিছুটা পড়বে। মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে।

এছাড়াও, মৌসম ভবন জানিয়েছে দুর্গাপুজোর অষ্টমী থেকে দশমীর মধ্যে নতুন করে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তবে এর প্রভাব নিয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

আজ, শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।

শনিবার, (২৭ সেপ্টেম্বর, ২০২৫) পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার, ষষ্টীর দিন (২৮ সেপ্টেম্বর, ২০২৫ উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। 

সোমবার, সপ্তমীতে (২৯ সেপ্টেম্বর, ২০২৫)  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

এছাড়া মহানবমীর (১ অক্টোবর, ২০২৫) রাত থেকে ও দশমীর (২ অক্টোবর, ২০২৫) দিন আবহাওয়ার কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে সুখবর বাংলার উত্তরের জেলাগুলির জন্য। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী পর্যন্ত  উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। 
আজ, শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। 

সোমবার মালদা, দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলিও ভিজবে।

Previous articleGD Birla Centre for Education Hosts Physics Exhibition on Astrophysics & CosmologyKolkata Students Explore the Mysteries of the Universe Together
Next articleচতুর্থীর সন্ধ্যায় বনগাঁর ১২’র পল্লী স্পোর্টিং ক্লাবের পুজোমন্ডপ উদ্বোধন করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় : দেখুন ডিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here