সাতপাকে বাঁধা পড়লেন অমৃতা? নববধূর সাজে ছবি দেখে চোখ কপালে নেটিজেনদের? দেখুন ভিডিও

0
51


সোশ্যাল মিডিয়ায় নববধূর সাজে অমৃতা চট্টোপাধ্যায়কে দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের । হঠাৎ অমৃতার ব্রাইডাল সাজ দেখে ভূঁড়ি ভূঁড়ি প্রশ্ন উঠতে শুরু করেছে ইতি মধ্যেই । ব্যাপারটা কী?

আসল ঘটনা হল একটি নতুন  মিউজিক  ভিডিও “আমি আসবো সানন্দে” প্রকাশিত হতে চলেছ এবার পুজোয়। ভিডিওটিতে ফুটে উঠেছে এক নবদম্পতির ভালবাসার দৃশ্য, যা পুজোর সময়  এক নতুন মাত্রা যোগ করেছে।

এখানে কনের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়, যিনি ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়েছেন। বরের চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্ক ভট্টাচার্যকে এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অভিজ্ঞান মুখোপাধ্যায়। দেখুন ভিডিও

গানটির গীতিকার ও সুরকার সুমন চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন কৌশ্তভ শর্মা। চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন আদিত্য পাল, পোশাকের দায়িত্ব সামলেছেন শুভদীপ মিত্র এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন দেবদত্ত ঘোষ। আসন্ন দুর্গাপূজাতেই এই গানের ভিডিওটি দেখা যাবে বলে জানা গেছে।

Previous articleTravelogue পুজোয় ঘুরতে যাওয়ার আগে ট্র্যাভেল এজেন্সির খুঁটিনাটি জানুন
Next articleমনসা দেবীর পুজোর ইতিহাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here