Photography exhibition বনগাঁয় সম্রাট চট্টোপাধ্যায় স্মৃতি ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা : দেখুন ভিডিও

0
223
অর্পিতা দে, দেশের সময়


‘ছবি’ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশানের উদ্যোগে ২৬ ও ২৭ শে জুলাই বনগাঁ পাবলিক লাইব্রেরি অ্যাণ্ড টাউনহলে অনুষ্ঠিত হল ‘সম্রাট চট্টোপাধ্যায় স্মৃতি ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা। প্রদর্শনীর সভাপতি প্রসেনজিৎ বিশ্বাস, সম্পাদক কথিক দত্ত, আহ্বায়ক প্রশান্ত বসাক, চয়ন মণ্ডল, বিশেষ কৃতজ্ঞতা চম্পা চ্যাটার্জী, স্বপন মুখার্জী এবং সুশোভন দত্ত।

পোর্টেট, নেচার, ওয়াইল্ডলাইফ সহ প্রদর্শনীতে পাঁচটি বিভাগে মোট ১০২ টি ছবি প্রদর্শীত হয়েছে। বনগাঁর মানুষকে, নতুন প্রজন্মকে ফটোগ্রাফির প্রতি আগ্রহী করে তুলতেই ছবি’র এই প্রয়াস, জানালেন সম্পাদক কথিক দত্ত।

প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের হাতে স্মারক তুলে দেন প্রখ্যাত আলোকচিত্রী জয়ন্ত সাউ। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন ভালো ছবি তুলতে গেলে আরও বেশী করে ছবি দেখতে হবে। দেখুন ভিডিও

ছবির এই প্রথম আলোকচিত্র প্রতিযোগীতা ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতন। সম্পাদক কথিক দত্ত দেশের সময়কে জানান ‘বনগাঁ শহরে এখনও প্রদর্শনীর জন্য কোনও উপযুক্ত আর্ট গ্যালারি নেই, তাই এখানকার প্রশাসনের উচিত মানুষের মধ্যে বিকশিত শিল্প সত্তাকে এগিয়ে নিয়ে যেতে তার উপযুক্ত প্রদর্শন প্রয়োজন যা একটি আর্ট গ্যালারিতেই সম্ভব। তিনি আশা রাখছেন প্রশাসন বিষয়টি ভেবে দেখবেন’।

আর্ট গ্যালারি ছাড়াই বনগাঁর প্রথম আলোকচিত্র প্রদর্শনীতে যে সাফল্য এসেছে মানুষের আগ্রহ দেখা দিয়েছে আগামীদিনে নতুন প্রজন্ম একে আরও এগিয়ে নিয়ে যাবে বলে ধারনা ।

Previous articleMamata Banerjee’বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, দামামা বাজিয়ে দেব’, এনআরসি ইস্যুতে বিজেপি-কমিশনকে একযোগে আক্রমণ মমতার
Next articlePM Narendra Modi’তৃতীয় কোনও দেশ ভারতকে যুদ্ধ থামাতে বলেনি’, যুদ্ধবিরতির নেপথ্য কাহিনি সংসদে জানালেন মোদী, ট্রাম্পকে বার্তা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here