Fake MatuyaCardনকল ‘মতুয়া কার্ড’ বানিয়ে প্রতারণা, গাইঘাটায় ধৃত দম্পতি

0
240
রাহুল দেবনাথ , দেশের সময়

নকল ‘মতুয়া কার্ড’ তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এলাকায়। বনগাঁ, ঠাকুরনগর থেকে দীর্ঘদিন ধরেই আসছিল এমন অভিযোগ। অবশেষে পুলিশের জালে এক দম্পতি। ধৃতদের নাম সবুজ মণ্ডল (৪০) এবং তাঁর স্ত্রী মীরা মণ্ডল (৩৭)। কী ভাবে এই জাল কার্ড তৈরি করা হতো? এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছেন কি না সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মন্ত্রী শান্তনু ঠাকুরের জাল স্বাক্ষর করে মতুয়া কার্ড ছাপিয়ে বিক্রি করছিলেন অভিযুক্তরা। তাঁদের বাড়ি সংলগ্ন দোকান থেকেই উদ্ধার করা হয়েছে কম্পিউটারের হার্ডডিস্ক ও ১৪টি মতুয়া কার্ড। এ দিন অভিযুক্তদের বনগাঁ আদালতে পেশ করে পুলিশ।

তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। সেই দিকেই এখন নজর তদন্তকারীদের। অন্যদিকে ধৃত সবুজ মণ্ডল দাবি করেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশ এখনই এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। এই কার্ডের জালিয়াতি সামনে আসতেই তোলপাড় মতুয়াগড় ঠাকুরনগর।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে সিএএ আইনের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর পরেই গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তরফে এই কার্ড বিলি করা শুরু হয়। এর মাঝেই মতুয়াদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করেই ভুয়ো মতুয়া কার্ড তৈরি করে প্রতারণা চক্র চালানো হতো বলে মনে করছে পুলিশ।

Previous articleFashion Photography তাজপুর সমুদ্র সৈকতে ভিনটেজ বক্স ক্যামেরায় ফ্যাশন ফোটোশুট ,  উদ্যোগে প্রো আর্ট ফটোগ্রাফি: দেখুন ভিডিও
Next articleKhuti Puja 2025 Rituals: দুর্গোৎসবের শুভারম্ভ:খুঁটি পুজো হয়ে গেল বনগাঁর মাধবপুর গ্রামের বিশ্বাস পাড়ার সবুজ সংঘে : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here