India-Pakistan Tensions ভারতের আঘাতে কী কী ক্ষতি পাকিস্তানের, যুদ্ধবিরতি ঘোষণার পর জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী

0
17

অবশেষে সংঘর্ষ বিরতি ভারত ও পাকিস্তানের। শনিবার দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস-এর (DGMO) কথা হয়েছে বলে জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। দুই দেশের আলোচনার মাধ্যমে আপাতত সংঘর্ষ বিরতিতে সিলমোহর। শনিবার বিকেল পাঁচটা থেকে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত হয়। ১২ মে পরবর্তী আলোচনা।

যুদ্ধবিরতি বহাল, কিন্তু প্রস্তুত ভারতও
ভারতীয় সেনার তরফে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, যুদ্ধবিরতি বহাল থাকছে। তা সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত থাকছে ভারতীয় সেনা।

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস সংক্রান্ত পাকিস্তানের দাবি ভুয়ো বলে খারিজ করে দিল নয়াদিল্লি। সেনার তরফে জানানো হল, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০কে ধ্বংস করতে পারেনি পাক যুদ্ধবিমান জেএফ-১৭। এর পাশাপাশি সেনার তরফে জানানো হয়েছে, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই পাকিস্তানের কোনও ধর্মীয় ইমারতে হামলা চালায়নি ভারতের বায়ুসেনা। ইসলামাবাদের এই সংক্রান্ত দাবিকে মিথ্যা বলে দাবি করেছে নয়াদিল্লি।

দুই দেশের সংঘাতে পাকিস্তানের বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাল সেনা। সেনার তরফে জানানো হয়, পাকিস্তানের একাধিক সামরিক কাঠামোর বিপুল ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পাক বিমানঘাঁটিগুলিও ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেনা।

‘ভারতীয় সেনা দেশের রক্ষায় সর্বদা তৈরি…’, সাফ বার্তা কর্নেল কুরেশির

অপারেশন সিঁদুরের পর তিনদিন কেটে গিয়েছে। সাধারণ মানুষের উপর হামলার চেষ্টা থামাচ্ছে না পাকিস্তান। একের পর এক পাক ড্রোন ধ্বংস করছে ভারত। শুক্রবার রাতে উচিৎ জবাব দিয়ে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতেও আঘাত করেছে ভারত।

এ দিন বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, পাকিস্তানের তরফ থেকে শনিবার বিকেল ৩টে বেজে ৩৫ মিনিটে ফোন করা হয় ভারতের ডিজিএমও-কে। শনিবার বিকেল ৫টা থেকে, দুই পক্ষ ভূমি, সমুদ্র এবং আকাশপথে একে অন্যের বিরুদ্ধে হামলা করবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানিয়েছে, দুই পক্ষই সংশ্লিষ্ট জায়গায় এই বার্তা পাঠিয়ে দিয়েছে। ১২ মে দুপুর ১২টায় ফের দুই দেশের ডিজিএমও বৈঠকে বসবেন।

এর ঠিক আগেই ভারত-পাকিস্তানের তীব্র সংঘাতের আবহে বড় দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের। ভারত ও পাকিস্তান সংঘাত কমাতে এবং পুরোদস্তর সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ট্রাম্প। দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প।

শনিবার বিক্রম মিস্রির সাংবাদিক বৈঠকের পরেই X হ্যান্ডলে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লিখেছেন, ‘ভারত ও পাকিস্তান আজ সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য বোঝাপড়া করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত সবসময় কড়া পদক্ষেপ করেছে। সেটা ভবিষ্যতেও করবে।’

https://x.com/DrSJaishankar/status/1921183635274608685?t=Y1nVCJePGgqK2O3TxCnZ9g&s=19

Previous articleআজ বিকেল ৫টা থেকে ভারত – পাকিস্তান সংঘর্ষ বিরতি:বিদেশ সচিব
Next articleIndia – Pakistan Conflict জম্মু-কাশ্মীরে ফের ‘ব্ল্যাকআউট’ সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে এলওসি-তে হামলা পাকিস্তানের , অস্ত্রবিরতির কী হল? প্রশ্ন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here