India-Pakistan Tension: সিন্ধুর জল না ছাড়লে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তানের নেতা-মন্ত্রীরা।

এবার পাকিস্তানের মানচিত্রই বদলে দেবে ভারত। এত দুঃসাহস যে ভারতে আঘাত করার স্বপ্ন দেখেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর মিসাইল-ড্রোন হামলা চালিয়েছে। সীমান্ত থেকেও লাগাতার গোলাবারুদ ছুড়ছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এবার আরেক পথেও পাকিস্তানকে সবক শেখাল ভারত।
খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। হু হু করে জল ঢুকছে পাকিস্তানে।

পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবেই প্রথমে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল ভারত সরকার। বন্ধ হয়ে গিয়েছিল সিন্ধু ও উপনদী চন্দ্রভাগা, ঝিলমের জল। পাকিস্তানের রাতারাতি শুকিয়ে মরার মতো অবস্থা হয়, কারণ এই নদীগুলির উপরই নির্ভরশীল পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ।

সিন্ধুর জল না ছাড়লে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তানের নেতা-মন্ত্রীরা। ভারত কী করতে পারে, এবার সিন্ধুর জল দিয়েই তা বুঝিয়ে দিল। যুদ্ধ আবহেই আজ খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। রামবানে সালাল বাঁধের দুটি গেট খুলে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর লকগেট খোলায় হু হু করে জল বের হচ্ছে। যেকোনও মুহূর্তেই ভেসে যেতে পারে পাকিস্তানের সিয়ালকোট।

https://x.com/MumbaichaDon/status/1920362828977864993?t=eY8tKgnCnvbPM7hhwEvGeA&s=19
ভারতের দিকে কুনজর দিলে, কী পরিণতি হতে পারে, তা জল-স্থল-আকাশপথে বুঝিয়ে দিচ্ছে ভারত। এবার পাকিস্তান থামে কি না, তাই-ই দেখার।