
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহ প্রভাব ফেলেছে দেশ জুড়ে। দুই পারমাণবিক শক্তি ধর দেশের মধ্যে সম্ভ্যাব্য যুদ্ধের আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ।
এই আবহে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্তে হরিদাসপুর ইসকন মন্দিরে বৈদিক মতে বিয়ে সারলেন পৃথা ও গোপাল। বিয়ের পিঁড়িতে বসেই নবদম্পতি বার্তা দিলেন যুদ্ধ নয়, শান্তি চাই ।দেখুন ভিডিও
বুধবার গোধূলি লগ্নে বারাসত বঙ্কিমপল্লীর বাসিন্দা গো্পাল পাল এর সঙ্গে বনগাঁর পাইক পাড়ার বাসিন্দা পৃথা দাসের বিয়ের আসর বসেছিল বনগাঁ সীমান্তের হরিদাসপুর ইসকন মন্দিরে । সেখানেই নবদম্পতি বার্তা দিলেন যুদ্ধ নয়, শান্তি চাই !

ইসকন মন্দিরে এদিনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক অশোক কীর্তনিয়া । তিনি বলেন ভারতবর্ষ জুড়ে সনাতনীদের উপর যে অত্যাচার ও বিশ্বে যে যুদ্ধের দামামা বাজছে তা বন্ধ হোক শান্তি ফিরুক । এই ইসকন মন্দিরই একমাএ শান্তির জায়গা ।

হরিদাসপুর ইসকন মন্দিরের দ্বায়িত্ব প্রাপ্ত অন্যতম প্রধান সেবায়েত অকিঞ্চন প্ৰভু বলেন, ভগবৎ গীতার জ্ঞান অর্জন করুন যুদ্ধের আতঙ্ক থেকে নিজেকে রক্ষা করুন এবং শান্তি লাভ করুন ।



