
কলকাতা : আইকোনিক ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে কলকাতার গ্যালারী গোল্ডে ৩০ এপ্রিল বুধবার উদ্বোধন হল একটি আলোকচিত্র প্রদর্শনীর। চল্লিশ জন আলোকচিত্র শিল্পীর পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, পিপল, নেচার, ওয়াইল্ড লাইফ ইত্যাদি বিষয়ের প্রায় একশোটিরও বেশি ছবি রয়েছে প্রদর্শনীটিতে।

শুধু ভারতবর্ষই নয় নেদারল্যান্ড, ভিয়েনা সহ বিভিন্ন দেশের ছবি প্রদর্শনীতে রয়েছে। প্রদর্শনীটির উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফোটোগ্রাফার অনুপম হালদার, বিশিষ্ট্য আলোকচিত্রশিল্পী মধু সরকার, অতনু পাল, তৃণা সান্যাল, এছাড়াও কলকাতার জয়েন্ট কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল পাঞ্চালি মুন্সি, শিল্পী মলয় ঘোষ সহ আরও অনেকে।

বিশিষ্ট্য ও প্রবীণ আলোকচিত্র শিল্পী মধু সরকার দেশের সময়কে জানান, ‘এই প্রদর্শনীতে যে ধরণের বন্যপ্রাণ এবং প্রকৃতির ছবি প্রদর্শিত হয়েছে তা খুবই অনুপ্রেরণাদায়ক; কারণ আজকের এই গ্লোবাল ওয়ার্মিং এর সময় এই সমস্ত ছবি প্রকৃতি এবং বন্যপ্রাণ সংরক্ষণের সুন্দর বার্তা দেয়। মানুষকে বুঝতে হবে প্রকৃতি ক্রমশই হারিয়ে যাচ্ছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়ছে বন্যপ্রাণ।

তাদের রক্ষা করতে মানুষকেই সতর্ক হতে হবে’। নতুন প্রজন্মের উদ্দেশ্যে শিল্পী বলেন, ‘আলোকচিত্রও একটি অন্যতম শিক্ষামূলক বিষয়, শুধুমাত্র ক্যামেরা কিনে ফেললেই আলোকচিত্রী হওয়া যায় না তার জন্য দরকার প্রয়োজনীয় পদ্ধতিগত শিক্ষা। আর সেই পদ্ধতিগত শিক্ষার মাধ্যমেই এই শিল্পে আসা উচিত’।

জয়েন্ট কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল পাঞ্চালি মুন্সি দেশের সময়কে জানালেন, ‘এই আলোকচিত্র প্রদর্শনী আজকের প্রজন্মের কাছে অনেকবেশী গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে বিভিন্ন বিষয়য়ের যে সমস্ত ছবি আছে তা যথেষ্ট যুগোপযোগী বার্তাবহ’। দেখুনভিডিও

বিশিষ্ট্য ও প্রবীণ আলোকচিত্র শিল্পী অতনু পাল বলেন, ‘এই আলোকচিত্র প্রদর্শনী আজকের AI যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে কম্পিউটার নয় শিল্পীর নিজস্ব সত্তা জড়িয়ে আছে। ইদানিংকালে AI যে ভাবে ছবি তৈরি করছে তা কখনও একজন প্রকৃত আলোকচিত্রীর জায়গা নিতে পারে না। শিল্পী তার নিজস্ব সত্তা দিয়ে একটি ছবি তোলেন কিন্তু AI কখনই সেই সত্তা নিতে পারে না’।
প্রদর্শনীটি চলবে ১ মে পর্যন্ত। প্রদর্শনীর সময় বিকেল ৩টে থেকে রাত ৮টা।