Bangaon Newsরাস্তা অবরোধ করে বনগাঁয় হেরোইন বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিবাদ :দেখুন ভিডিও

0
103
রাহুল দেবনাথ , দেশের সময়

‌বাইক দুর্ঘটনার পরেই এলাকায় হিরোইন বিক্রির প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হল স্থানীয়দের।এই ঘটনার জেরে হেরোইন বিক্রেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ। বুধবার বনগাঁ থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়য়। দেখুন ভিডিও

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নববর্ষের দিন বনগাঁর কালিতলা মিলনপল্লি এলাকায় ঘটে যায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা। মৃত্যু হয় দুই বাইক আরোহীর। এরপরই বুধবার মিলনপল্লী পার্কিং এলাকায় রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি চলে বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মা ও মেয়ে হেরোইনের ব্যবসা করে আসছে। যার ফলে বহু যুবক নেশায় আক্রান্ত এবং প্রায় সময় দুর্ঘটনা ঘটে। নেশার টানে বাইরে থেকে প্রচুর যুবক বাইক চালিয়ে এখানে আসছে। এলাকার সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে।

বাসিন্দাদের আরও অভিযোগ, এর আগেও একাধিকবার পুলিশ প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। এদিনের দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকার মানুষ প্রায় ১ ঘণ্টা রামনগর রোড অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার সামাল দিতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরবর্তীতে হেরোইন বিক্রেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ।

Previous articleMamata Banerjee মুর্শিদাবাদের দাঙ্গা পরিকল্পিত , শাহকে সামলাতে মোদীকে বার্তা মুখ্যমন্ত্রীর
Next article‘বঙ্গ সংস্কৃতি সম্মান ২০২৫’-এ অশোক বিশ্বনাথন সহ ১১ জন গুণীজনকে সম্মাননা প্রদান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here