Ashok nagar News অশোকনগরে তেলের বাণিজ্যিক উৎপাদন আগামী বছরেই

0
18
হীয়া রায় , দেশেরসময়

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ–এপ্রিলে উত্তর ২৪ পরগনার অশোকনগরে পাওয়া অপরিশোধিত তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে ওএনজিসি। সূত্রের খবর ।

ইতিমধ্যেই অশোকনগর তেল ক্ষেত্রের অশোকনগর– ১ কুয়োতে তেল ও প্রাকৃতিক গ্যাস এবং অশোকনগর– ২ কুয়োতে প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় মিলেছে। পার্শ্ববর্তী কাঁকপুল– ১, রানাঘাট– ২ কুয়োতে প্রাকৃতিক গ্যাস পেয়েছে ওএনজিসি। ভুরকুন্দা– ১ ব্লকে তেল ও গ্যাস দুটোই মিলেছে। এখন দক্ষিণ ২৪ পরগনার দেগঙ্গা, ক্যানিং ও ভাঙড়ের বোদরায় তেল, গ্যাসের সন্ধানে অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসি।

ওএনজিসি–র সূত্রে জানা গেছে, ‘অশোকনগর তেল ক্ষেত্রের জন্য রাজ্য সরকারের কাছ থেকে ৯৯ বর্গকিলোমিটার জমির মাইনিং লিজ় পাওয়া গেছে। ওখানে সব মিলিয়ে ছ’টি কুয়ো খনন করা হবে।

তেল ও গ্যাস যখন তোলা হয়, তখন তার সঙ্গে জলও মিশে থাকে। তেল ও গ্যাস থেকে জল আলাদা করার জন্য আমরা ওখানে একটি প্রসেসিং ইউনিট তৈরি করব। এ সব হতে এক বছর মতো লাগবে। তাই ২০২৬–এর মার্চ–এপ্রিলে অশোকনগরে তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরু করার ব্যাপারে  ওএনজিসি আশাবাদী।’

অশোকনগরে প্রসেসিং ইউনিট তৈরি করার জন্য রাজ্য সরকার ওএনজিসি–কে ১৩.৪৯ একর জমি দিয়েছে। এ জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ওএনজিসি কর্তৃপক্ষ।

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, প্রসেসিং ইউনিটে জল আ‍লাদা করার পর ট্যাঙ্কারে করে তেল পাঠানো হবে ইন্ডিয়ান অয়েলের হলদিয়া রিফাইনারিতে। আর উৎপাদিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে চলে যাবে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনে। সেখানে তা পাইপের মাধ্যমে বাড়ির রান্নাঘরে সরবরাহ করা হবে এবং গাড়ির জ্বালানি সিএনজি হিসেবে ব্যবহৃত হবে।

ছ’বছর আগে অশোকনগর– ১ কুয়োতে প্রথম অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস মজুতের সন্ধান পায় ওএনজিসি। কিছুটা তেল উৎপাদন করে তা পরীক্ষার জন্য পাঠানো হয় ইন্ডিয়ান অয়েলের হলদিয়া রিফাইনারিতে। পরীক্ষাতে দেখা যায় অশোকনগরে পাওয়া তেল অত্যন্ত উঁচু গুণমানের।

তার পর ২০২০ সালের ১০ সেপ্টেম্বর সেই তেলের বাণিজ্যিক উৎপাদনের জন্য ৫.৮৮ বর্গকিলোমিটার এলাকার মাইনিং লিজ়ের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করে ওএনজিসি। যদিও চার বছরের বেশি সময় কেটে গেলেও রাজ্য সরকারের কাছ থেকে ওএনজিসি পেট্রোলিয়াম মাইনিং লিজ় পায়নি বলে গত ২৮ নভেম্বর সংসদে জানিয়েছিলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি দাবি করেছিলেন, রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত পেট্রোলিয়াম মাইনিং লিজ় দেওয়া হয়নি এবং সেই কারণে ওই তেলের খনির উন্নয়ন করা যাচ্ছে না। যার ফলে তেল ও গ্যাসের উৎপাদন ব্যাহত হচ্ছে।

অবশেষে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি গ্লোবাল বেঙ্গল বিজ়নেস সামিটের ভ্যালেডিক্টরি সেশনে ওএনজিসি–কে ১ টাকায় ওই জমির পেট্রোলিয়াম মাইনিং লিজ় (পিএমএল) দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এর ফলে অশোকনগরে পাওয়া ভূগর্ভস্থ তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদনের পথ চওড়া হয়েছে। একই সঙ্গে ভারতের হাইড্রোকার্বন উৎপাদন মানচিত্রেও স্থান পাবে পশ্চিমবঙ্গ।

অশোকনগরের পার্শ্ববর্তী কাঁকপুলের একটি কুয়োতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ওএনজিসি। অরুণাংশু জানিয়েছেন, সেখানে এখন অ্যাপ্রাইজ়ালের কাজ চলছে। আরও একটি কুয়ো খনন করা হবে। তার পর সংস্থা জমির মাইনিং লিজ় পেতে রাজ্য সরকারের কাছে আবেদন করবে।

বেঙ্গল–পুর্ণিয়া বেসিনে অশোকনগরের পাশাপাশি মহানদী বেসিনে উৎকল ও কোণার্কেও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের খোঁজ পেয়েছে ওএনজিসি।

Previous articleSunita williams return to earth ন’মাস পরে পৃথিবীর পথে রওনা দিলেন সুনীতারা, বুধবার ভোররাতে ফ্লরিডায় নামার কথা
Next articleElection Commission:  সংবিধান মেনেই ভোটার কার্ডের সঙ্গে যুক্ত হবে আধার, শীঘ্রই কাজ শুরুর ঘোষণা নির্বাচন কমিশনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here