বিভূতিভূষণ বি ত্রড ও ডি এল এড কলেজের উদ্যোগে বিশ্ব পারিবেশ দিবস পালন বনগাঁয়

0
1447

দেশের সময়,বনগাঁ: বিশ্ব পারিবেশ দিবসে পরিবেশ সচেতনার উদ্যোগে পথে নামল বনগাঁর বিভূতিভূষণ বি ত্রড ও ডি এল এড কলেজের ছাত্র, ছাত্রী সহ অধ্যাপক, অধ্যাপিকারা৷

বুধবার সকালে বনগাঁর মতিগঞ্জ সহ ছয়ঘড়িয়া অঞ্চেলের কয়েকটি গ্রামে জঞ্জাল ও আবর্জনা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়িয়ে পরিবেশকে দূষণ মুক্ত রাখার আহ্বান জানান ছাত্র-ছাত্রীরা, পাশাপাশি সচেতনতা মূলক বিভিন্ন প্লাকার্ড এবং স্লোগান এর মাধ্যমে বিশ্ব পারিবেশ দিবস পালিত হল বনগাঁয়।

Previous articleইছামতী নদী সংস্কারের দাবিতে বাগদায় অভিনব সাইকেলর‍্যালি
Next articleআনন্দের ঈদ-উল-ফিতর পালিত হল রাজ্য জুড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here