দেশের সময় : বনগাঁ সাংগঠনিক জেলার বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা এবং স্বরূপনগর, এই পাঁচ বিধানসভায় ভোটার লিস্ট সংশোধনের ২৫% কাজ সম্পূর্ণ হল। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, যতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে তাতে প্রায় ১০ থেকে ১২ হাজার ভুতুড়ে ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। মঙ্গলবার বনগাঁয় জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি।
জেলা সভাপতি জানিয়েছেন, এর মধ্যে একই এপিক নাম্বারের দুই জায়গায় ভোট পাওয়া গিয়েছে। এমনকি এলাকায় এমন অনেক ভোটার রয়েছেন যাঁর এলাকায় কোনও খোঁজই পাওয়া যায়নি। এই বিষয়ে বনগাঁর এসডিওর কাছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। জানানো হয়েছে, এখনও বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। পুরো কাজ শেষ হলে সামনে আসবে গোটা পরিসংখ্যান। তবে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল।
উল্লেখ্য, সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি ভুতুড়ে ভোটার ইস্যু নিয়ে সরব হন এবং দলের কর্মীদের দ্রুত এই ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন। নেত্রীর নির্দেশ মেনে সুজিত বসু ভোটার তালিকা দ্রুত পর্যালোচনা করে ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন। ভুতুড়ে ভোটারদের নিয়ে সরব হওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী সরাসরি পথে নামেন। ফিরহাদ হাকিম বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই শুরু করেছেন, আর সুজিত বসু বিধাননগর বিধানসভা কেন্দ্রের বুথ কর্মীদের নিয়ে একটি বৈঠক আহ্বান করেছেন।