Abhishek Banerjee-CBI নিয়োগ দুর্নীতিতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৫ কোটি টাকা দাবি, ‘কাকু’র কণ্ঠ পরীক্ষা করে  চার্জশিটে- উল্লেখ  সিবিআই-এর

0
13

‘অভিষেকের ভাবমূর্তি নষ্টের মরিয়া চেষ্টায় ’!
অন্যায় ভাবে অভিষেককে ‘টার্গেট’ করা হচ্ছে! সিবিআইয়ের বিরুদ্ধে বড় অভিযোগ আইনজীবীর

নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে কম জলঘোলা হয়নি। পরবর্তীতে সেই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে সিবিআই (CBI)। এরপর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। বেআইনি নিয়োগে ‘কালীঘাটের কাকু’-র কাছ থেকে তিনি পনেরো কোটি টাকা দাবি করেছেন। তবে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উল্লেখ চার্জশিটে নেই।

এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার সূত্র ধরে সিবিআইয়ের বিরুদ্ধে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ‘টার্গেট’ করার বড় অভিযোগ আনলেন তৃণমূলের ‘সেনাপতি’ তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু।

বুধবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বসুর অভিযোগ, ইডি হোক বা সিবিআই, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাঁর মক্কেলকে ডেকেছেন তখনই তিনি হাজিরা দিয়েছেন। প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন। তারপরও যেভাবে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে, তা থেকে স্পষ্ট অভিষেককে রাজনৈতিক কারণে বারে বারে হেনস্থা করা হচ্ছে।

নিজের দাবির স্বপক্ষে আইনজীবী সঞ্জয় বসুর দাবি, “ইডি আমার মক্কেলের বিরুদ্ধে এখনও কোনও তথ্যপ্রমাণ আদালতে দাখিল করতে পারেনি। তারপরও তৃতীয় চার্জশিটে স্রেফ অনুমানের ভিত্তিতে আমার মক্কেলের নাম রাখা হল। এটা হেনস্থা ছাড়া আর কী?”

সম্প্রতি, সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটের বারো নম্বর পাতার সতেরো দশমিক দশ পয়েন্টে বলা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তুনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের বৈঠক হয়। সেখানে কুন্তলের নির্দেশে কথোপকথনের রেকর্ডিং করা হয়। সেই রেকর্ডিং হাতে আসে সিবিআই-এর।

সিবিআই-এর চার্জশিটে এও উল্লেখ রয়েছে, রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্র বলছেন, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকে বেআইনি নিয়োগের জন্য ১৫ কোটি টাকা চেয়েছে। তবে সুজয় সেই টাকা তুলতে পারছেন না  বলে শোনা যাচ্ছে সংশ্লিষ্ট অডিয়োতে। এর পাশাপাশি কুন্তল ঘোষ-শান্তনু বন্দ্যোপাধ্যায়রা টার্গেট নেয় আরও দু হাজার চাকরি প্রার্থীর কাছ থেকে ১০০ কোটি টাকা তুলবে বলে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সূত্রের খবর, চার্জশিটে একটি অডিও ক্লিপের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ওই অডিও ক্লিপে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে। 

তাৎপর্যপূর্ণভাবে পার্থ ও মানিক পরিচয় উল্লেখ করলেও অভিষেকের নামের পাশে পরিচয়ের জায়গায় স্রেফ ‘জনৈক’ লেখা হয়েছে। এরপরই তাঁর মক্কেলের ভাবমূর্তিক্ষুন্ন করার অভিযেোগে সরব হয়েছেন আইনজীবী সঞ্জয় বসু। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেকের বিরুদ্ধে ‘সমর্থনযোগ্য’ কোনও নথি বা প্রমাণ আদালতে জমা করতে পারেনি। তারপরও তাঁর নাম জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পর্যবেক্ষকদের অনেকের মতে, এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আদালতেও যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের আইনজীবী সেই ইঙ্গিত দিয়ে রাখলেন বলে অনেকের অভিমত।

প্রসঙ্গত ,বেআইনি নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র থেকে ১৫ কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়! প্রাথমিকের নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিয়ো ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই।

বিজেপি রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বলে বারে বারে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Previous articleMaha Kumbh 2025 : ৪৫ দিন ব্যাপী ‘মহাযজ্ঞ’-এর আজই অন্তিম দিন ,মহা শিবরাত্রির অমৃত স্নানেই সমাপ্তি মহাকুম্ভের
Next articleMamata Banerjee’s photo on indoor stage ইন্ডোরের তৃণমূলের মঞ্চে শুধুই দিদির ছবি , ‘বাদ’ অভিষেক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here