Jyotipriya mallick সোশ্যাল মিডিয়া’কে পাখির চোখ করে ছাব্বিশের ভোটের ‘ছক’ কষছেন বালু

0
11

দেশের সময় , হাবরা:রেশন দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পরই ফের রাজনীতির ময়দানে ধীরে ধীরে সক্রিয় হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনুগামীদের ‘বালুদা’।

বিধানসভার বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতি তো দেখাই গিয়েছিল। সে পর্ব মিটতেই এ বার নিজের বিধানসভা এলাকায় সক্রিয় হচ্ছেন! এখন প্রায়ই তাঁকে হাবরা এলাকায় সশরীরে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে , একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বিশেষ নজর রয়েছে বালুর।

রবিবার হাবরা হিজলপুকুরে এক কর্মসূচি থেকে বালু ঘোষণাও করেন, তৃণমূল সাইবার সৈনিকদের বৃহত্তম সংগঠন ফ্যাম এ বার থেকে হাবরায় সোশ্যাল-জনসংযোগের দায়িত্বে থাকবে।নতুন করে এতেই ফের বালুর সক্রিয় রাজনীতিতে ফেরার জল্পনা জোরালো হচ্ছে।

হাবরার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, ‘ফ্যাম আমাদের সেই সংগঠন যারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। বাড়ি বাড়িও যায় তারা। রাজ্যজুড়ে তারা কাজ করছে। এ বার ওদের আমরা হাবরায় নিয়ে এলাম। এখানকার ২৪টা ওয়ার্ডে ওরা কাজ করবে, কর্মীদের দেখিয়ে দেবে কী ভাবে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন করতে হয়।’

এখন সব কিছুই সোশ্যাল মিডিয়া নির্ভর। বিজ্ঞান থেকে বিতর্ক, সবই চলে আঙুলের টানে। পোশাকি নাম Swipe। এই সোশ্যাল মিডিয়াই এখন রাজনীতির অন্যতম প্ল্যাটফর্ম। অনেকেই বলেন, প্রচার হোক বা অপপ্রচার, সোশ্যাল মিডিয়ায় খেলিয়ে দিতে পারলে, কেল্লা ফতে। জ্যোতিপ্রিয় মল্লিকেরও বক্তব্য, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক অপপ্রচার হচ্ছে। আমরাও তার কাউন্টার করব। আমাদের উন্নয়ন তুলে ধরব, তাতে অন্যদের অপপ্রচার এমনিই চাপা পড়ে যাবে।’

হাবরা পুরসভার ২৪টি ওয়ার্ডে ৫ জন করে তৃণমূল কর্মী ও ফ্যামের সদস্যরা কাজ করবেন। হাবরার পর বনগাঁ, গাইঘাটা, বসিরহাট-সহ জেলার নানা প্রান্তে এই সংগঠনের সঙ্গে উন্নয়নের প্রচার সোশ্যাল মিডিয়ায় চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোটের সময়ে ময়দানে নেমে প্রথামাফিক মেঠো লড়াইয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ধুন্ধুমার চলে। তৃণমূল যে এ বারও সেই লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে, এ দিন বালুর বক্তব্যে তারই স্পষ্ট  ইঙ্গিত পাওয়া যায়।

Previous articleMamata Banerjee – Doctors Salary মমতার মাস্টার স্ট্রোক , জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleJyotipriya Mallick: ফের ‘জ়েড’ক্যাটাগরির নিরাপত্তা ফিরে পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী বালু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here