New Income Tax Bill ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হবে না কর, আগামী সপ্তাহে পেশ করা হবে নতুন আয়কর বিল! বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

0
29

শনিবার টানা অষ্টম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে চাকুরিজীবীদের নজর থাকে ইনকাম ট্যাক্স বা আয়করের উপর। বিশেষ করে ২০২৪-২৫ সালের বাজেটে আয়কর স্ল্যাবের কোনও পরিবর্তন না করায়, এই বারের বাজেটে এই ক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে বলে আশা করেছিলেন করদাতারা।

নির্মলা সীতারমন জানিয়েছেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড় দেওয়া হবে। এর সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করলে মোট ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না।

আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। শনিবার, ১ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় সে কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে স্পষ্ট করেছেন তিনি।

বর্তমানে আয়করের ক্ষেত্রে দেশে দু’টি কাঠামো চালু রয়েছে। একটি পুরনো এবং অপরটি নতুন। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এই কাঠামো অনুযায়ী, বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হয় না কোনও কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লক্ষ টাকা হলে কর ধার্য হয় পাঁচ শতাংশ।

নতুন কর কাঠামো অনুযায়ী, সাত থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ কর ধার্য করেছে কেন্দ্র। ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ এবং ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে দিতে হচ্ছে ৩০ শতাংশ কর।

পুরনো কর কাঠামোর ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় না কোনও কর। এর পর আড়াই লাখ থেকে পাঁচ লক্ষ টাকার পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে আড়াই লাখের উপরে পাঁচ শতাংশ করে ধার্য রয়েছে কর। পাঁচ লক্ষ এক টাকা থেকে ১০ লক্ষ পর্যন্ত করের পরিমাণ ১২,৫০০ টাকা ও ১০ লক্ষের উপরে ২০ শতাংশ রেখেছে সরকার।

১০ লক্ষ এক টাকা থেকে ৫০ লাখ পর্যন্ত কর দিতে হচ্ছে ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা ও ১০ লাখের উপরে ৩০ শতাংশ। ৫০ লাখের উপরেও একই নিয়মে দিতে হয় কর।
এ দিন বাজেট বক্তৃতার শেষের দিকে নতুন আয়কর বিল প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘এতে নিয়ম অনেক সহজ করা হবে।’’ তবে দু’টি কর কাঠামো রাখা হবে কিনা, তা স্পষ্ট করেননি তিনি।

বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করেন নির্মলা। ৬০ ঊর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করেছেন তিনি।

Previous articleBudget Session 2025-26  আগামী সপ্তাহে নয়া আয়কর বিল, ৩৬ জীবনদায়ী ওষুধের উপর শুল্ক প্রত্যাহার বাজেটে ঘোষণা নির্মলার
Next articleNew Income Tax Bill মধ্যবিত্তের সুরাহা, ১২ লক্ষটাকা পর্যন্ত আয়কর শূন্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here