Painting auction in Shanghai সাংহাইতে পেইন্টিং অকশনে বাঙালি শিল্পীর কাজ : দেখুন ভিডিও

0
20
সাংহাইতে ভারতীয় সাংস্কৃতিক কনস্যুলেট মিঃ আদিত্য
সঙ্গীতা চৌধুরী , দেশের সময়

সম্প্রতি চীনের সাংহাইতে বোহাই অকশন হাউজের উদ্যোগে আয়োজিত একটি অকশনে অংশ নেন একজন বাঙালি শিল্পী। নাম নবনীতা সাহা। আন্তর্জাতিকসম্পন্ন এই শিল্পীর বহু চিত্রকর্ম লন্ডন সহ বিদেশের বহু নামী অকশন হাউজে স্থান পায়। দেখুন ভিডিও

নতুন বছরের শুরুতে চীনের বোহাই অকশন হাউজ এই শিল্পীর কাজকেই এবারের অকশনে হাইলাইট করে।

একমাত্র ভারতীয় শিল্পী হিসেবে তিনি এখানে বিশেষ নজর কাড়েন। অকশনে তাঁর আটটি শিল্পকর্ম সজ্জিত ছিল। এ বছরটি ছিলো এই অকশন হাউজের ২০ তম অটাম বর্ষ উদযাপন। যেহেতু এবার ভারতীয় শিল্পীর কাজকে হাইলাইট করা হয় তাই প্রিভিউতে ভারতীয় সংস্কৃতির নানা অনুষ্ঠান দিয়ে তারা সেলিব্রেট করেন।

এই অকশনে অন্যান্য কাজের মধ্যে স্থান পায় চাইনিজ ট্রাডিশনাল পেইন্টিং,  চাইনিজ ওল্ড মাস্টার, চাইনিজ কনটেম্পরারি, চাইনিজ ক্যালিগ্রাফিসহ নানা ধরনের চিত্রকর্ম। অকশনে কিছু জুয়েলারীও রাখা ছিল। 

Previous articleJyotipriya Mallick: ইডি বলেছিল ‘দুর্নীতির গঙ্গাসাগর’, সেই জ্যোতিপ্রিয়ই ৫০ লক্ষর বন্ডে জামিন পেলেন! রেশন দুর্নীতি মামলায় ১৪ মাস পরে জেলমুক্তি ঘটতে চলেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর
Next articleJyotipriya Mallick জেল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)বাবাকে নিয়ে বাড়ি ফিরলেন মেয়ে প্রিয়দর্শিনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here