Weather Updateনিউ ইয়ারেই হাড়কাঁপানো শীত! পারদ পতন জেলায় জেলায় , বছর শেষে কী বলছে হাওয়া অফিস?

0
30
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : ৩১ ডিসেম্বর, বছরের শেষ দিন।বাতাসে শীতের আভাস থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও প্রভাব দেখা যাচ্ছে না। অন্যান্য বছরের চেনা ছবির সঙ্গে একেবারেই মিলছে না এবছরের ছবি। নেই শীতে কাঁপা, নেই গরম জামা-সোয়েটার-টুপি পরে জুবুথুবু হয়ে ঘুরে বেড়ানো। বরং, শহরে উষ্ণ আবহাওয়া কিছুটা। কেউ কেউ বলছেন ঘরে ফিরে পাখা চালিয়ে নিচ্ছেন তাঁরা। হাওয়া অফিস বলছে, আগামী চব্বিশ ঘণ্টাও সেই আবহাওয়াই থাকবে।

মঙ্গবার দিনভর খাস কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি।

৩১ ডিসেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

জানা যাচ্ছে, আগামী এক দিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। 

যদিও নতুন বছরের শুরুতেই এক ধাক্কায় কয়েক ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ, একেবারে শেষদিনেও ভরা শীত থাকার কথা যখন, তখন যে গরমের আমেজ, সেই গরমের আমেজ কাটিয়ে বঙ্গে শীতের আমেজ আসবে।

আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির ঘরে। এরপর ২ জানুয়ারি থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির আশেপাশে। ৩ ও ৪ তারিখ শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রির কাছে।

দক্ষিণ বঙ্গে আগামী কয়েকদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। খাস কলকাতায় বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ কিংবা তার নীচে নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন বছরে কুয়াশার দাপট থাকবে বেশি। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০মিটারের কম থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারের নীচে। আগামী কয়েকদিন  দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে বেশি। দক্ষিণবঙ্গে মঙ্গলবারও কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশি কুয়াশা হতে পারে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। 

অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর–পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তৈরি হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ এবং ৬ জানুয়ারি।

এছাড়া জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে গুজরাট পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। আর এসব কারণে নতুন বছরে শীত কতটা জাঁকিয়ে পড়বে, সেই প্রশ্নে কপালে ভাঁজ থেকেই যাচ্ছে।

Previous articleMamata Banerjee কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, কেউ ডাকলে চলে যাবেন না , সন্দেশখালিতে গিয়ে মহিলাদের পরামর্শ মমতার
Next articleNew Year Celebration নিউ ইয়ার্স ইভে শহরজুড়ে কড়া নিরাপত্তা , মোতায়েন সাড়ে ৪ হাজারের বেশি পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here