সঙ্গীতা চৌধুবী কলকাতা :নতুন বছরের শুরুতেই দেবের ‘খাদান’- ছবিটির ঘোষনা হয়েছিল। চলতি বছরে সেই ছবি ঘিরে উত্তেজনার পারদ বাড়তে শুরু করে । এবার মুক্তির পালা। বড়দিনের আগেই ২০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে। দেবকে আবার পুরনো ছন্দে দেখার জন্য তাঁর ভক্তরা অধীর অপেক্ষায় দিন গুনছেন। কিছুদিন আগে ছবিটির মিউজিক প্রকাশ পায়। আর সোমবার কলকাতার এক মাল্টিপ্লেক্সে মুক্তি পেল ছবির প্রি – ট্রেলার। সেখানে ছবিতে দেবকে নাচ – গান করতে দেখে দেব ফ্যান ক্লাবের প্রবল উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকদিন পর নাচ- গান ও অ্যাকশন নিয়ে ফিরছেন দেব।
‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি ‘? দেবের এই সংলাপ ‘খাদান ‘ ছবি ব্যপারে অনুরাগীদের উৎসাহকে বাড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রি- ট্রেলার সামনে আসতে উন্মাদনা আরও অনেকগুন বেড়ে যায়। দেখুন ভিডিও
ছবির পরিচালক সুজিত দত্ত (রিনো)। ডবল রোলে থাকছেন অভিনেতা। একই সঙ্গেই বাবা ও ছেলের ভূমিকায়। এখানে দেবের দুই নায়িকা বরখা বিস্ত ও ইধিকা পাল। ছবির আরেক আকর্ষণ অভিনেতা যীশু দাশগুপ্ত। ছবিতে দেব ও যীশুর মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব দেখানো হবে। যীশুকেও দুটি লুকে দেখা যাবে। একটি তরুণ বয়সের অন্যটি বৃদ্ধ বয়সের। যীশুর বিপরীতে রয়েছেন স্নেহা বসু। এছাড়া বিশেষ চরিত্রগুলোতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির যৌথ প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে ছবিটি তৈরি। ছবির মূল চরিত্র শ্যাম মাহাতো ও মোহন দাস। চরিত্রদুটিতে যথাক্রমে দেব ও যীশুকে দেখা যাবে। শ্যাম একজন কয়লা মাফিয়া আর মোহন হলেন কীর্তনিয়া। তাদের ঘিরেই ছবি এগোবে। ছবি প্রসঙ্গে দেব বলেন, ‘ খাদান আমার স্বপ্নের ছবি। অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল। অবশেষে ছবিটি আনতে পেরে খুবই ভালো লাগছে। দর্শকরা এখানে আমাকে একদম অন্যরকম ভাবে পাবেন।’ ছবির ‘ রাজার রাজা’ এবং ‘হায় রে বিয়ে’ গান দুটি ইতিমধ্যে ভক্তদের মুখে মুখে ঘুরছে। ছবিটির সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরী ও অর্পিতা বনিক দেশের সময়