কলকাতা : ডিসেম্বরের ১৫ থেকেই স্বমহিমায় ব্যাটিং করবে শীত। দার্জিলিং ৪, কালিম্পং ৬, পুরুলিয়া ৬, কলকাতা ১০ থেকে ১২। মন ভরবে শীত প্রেমীদের। শীতের ইনিংস বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত ৩ টি পর্বে ভাগ হয়ে আসতে চলেছে।
চিন্তা ছিল নিম্নচাপ নিয়ে। শীতের মুখে নিম্নচাপ কি ফের বাধা দেবে ঠান্ডায়? তবে নিম্নচাপ কেটে গিয়েছে, হাওয়া অফিস মনে করছে এর পরেই আসল ইনিংস শুরু করবে শীতকাল। হালকা যে শীতের স্পেল গত কয়েকদিনে প্রায় উধাও, ফিরে আসবে তা এবার। তার জন্য বঙ্গবাসীকে আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না বলেও মত হাওয়া অফিসের। আবহাওয়া দপ্তর মনে করছে, চলতি সপ্তাহের শেষের দিকেই বঙ্গে শীত পড়বে জাঁকিয়ে।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকেও বেশি প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। একেবারে ভোরের দিকে শহরে হালকা ঠান্ডার আমেজ থাকলেও, বেলা বাড়তেই বাড়তে গরমের ভাব। এমনকি সোমবারের থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে কিছুটা।
সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্র্বারছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি সপ্তাহের শেষ থেকে বড় বদল হবে আবহাওয়ায়।
কল্কাতা-সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলির মতোই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা উত্তরের জেলাগুলিতেও। মঙ্গলবার দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলাতেই মাঝারি কুয়াশার পরিবেশ। যদিও বেলা বাড়তেই বাড়বে হালকা গরমের ভাব। তুলনায় কমবে ঠান্ডা। সপ্তাহের শেষ থেকে কমবে তাপমাত্রা